ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ০৫:৪৫, ৫ নভেম্বর ২০১৮

 বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে  হত্যা

স্টাফ রিপোর্টার ॥ বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজধানীর শ্যামপুরের শেখ ইসলাম পাভেল (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে বখাটেরা। ঘটনার ২০ ঘণ্টা পরও পুলিশ ঘাতক বখাটেদের গ্রেফতার করতে পারেনি। জানা গেছে, নিহত পাভেলের বাবার নাম মনির শিকদার একজন ব্যবসায়ী। গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার কেশবপুর গ্রামে। পুরানো ঢাকার পশ্চিম জুরাইনের মাজার গেট এলাকার ৩৪২/১ নম্বর বাড়িতে সপরিবারে থাকত পাভেল। নিহতের পাভেলের বন্ধু বিল্লাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে জুরাইন মাজার গেট এলাকায় তুহিন নামে এক বখাটে পাভেলের ছোট বোনকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে এলাকায় একবার সালিশও হয়েছে। কিন্তু বখাটে তুহিনকে থামানো যায়নি। তিনি জানান, শনিবারও পাভেলের ছোট বোনকে উত্ত্যক্ত করে বখাটে তুহিন। এ ঘটনায় সন্ধ্যায় জুরাইনে বখাটে তুহিনকে শাসায় পাভেল। এর জের ধরেই রাত ১০টার দিকে বখাটে তুহিন তার বন্ধু শাহিনসহ ৭-৮ জন জুরাইন বাঁশপট্টি এলাকায় পাভেলের পেটে, পিঠে, হাতে, পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করেন। রবিবার সকালে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পাভেলের মৃত্যু হয়। নিহতের পরিবার জানান, পাভেল ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সম্প্রতি ওই ওয়ার্ডে কমিটি স্থগিত হয়। ক’দিন আগেই বিয়ে করেছেন পাভেল। তবে বিবাহত্তোর সংবর্ধনা এখনও হয়নি। আর এর প্রস্তুতি চলছিল। এদিকে স্বামীকে হারিয়ে পাগল প্রায় তার নববধূ মাহিয়া। তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, তার ননদকে উত্ত্যক্ত করে আসছিল তুহিন নামে এক বখাটে যুবক। এতে তার পড়ালেখাও বন্ধের উপক্রম। আর বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করছিলেন পাভেল। আর তুহিন নামের সেই যুবক কয়েকজন সঙ্গীকে নিয়ে ছুরিকাঘাতে খুন করে স্বামী পাভেলকে। আমি স্বামী হত্যার বিচার চাই। ঢাকা মহানগর পুলিশের শ্যামপুর জোনের সহকারী কমিশনার কায়সার মাহমুদ জানান, যারা পাভেলকে ছুরি মেরে হত্যা করেছে। তারা শ্যামপুর এলাকার বখাটে যুবক। আমরা শুনেছি ও অভিযোগ পেয়েছি, এলাকার ওই বখাটেরা প্রায়ই পাভেলের ছোট বোনকে উত্ত্যক্ত করত। পাভেল এর প্রতিবাদ করায় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তুহিন ও শাহিনসহ কয়েকজন বখাটে। সহকারী কমিশনার কায়সার মাহমুদ জানান, পাভেলের খুনীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওসি জানান, রবিবার বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত হয়। পরে পাভেলের মরদেহ তার চাচা চাঁনমিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।
×