ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শোকরানা মাহফিলে আসা ছাত্র বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে

প্রকাশিত: ০৫:৪৪, ৫ নভেম্বর ২০১৮

 শোকরানা মাহফিলে আসা ছাত্র বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে অংশ নিতে আসা এক মাদ্রাসার ছাত্র বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। অন্যদিকে মাহফিলে পিপার স্প্রে নিয়ে প্রবেশের চেষ্টা করায় দুই যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে উদ্যানের প্রাচীর টপকে পার হবার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সাইফুল ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুর টাইটেল মাদ্রাসার মেসকাত ফাজিলের ছাত্র ছিলেন। অন্যদের সঙ্গে তিনিও শোকরানা মাহফিলে অংশ নিতে ঢাকায় এসেছিলেন। হাসপাতালে নিহতের সহপাঠী আব্দুল্লাহ জাানান, সাইফুলের বাবার নাম মোসলেম উদ্দিন। গ্রামের বাড়ি হবিগঞ্জের মাদবপুরের ধানবাজার এলাকায়। তিনি বলেন, আমরা একসঙ্গেই ছিলাম। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ মন্দিরের পাশে একটি পিলারের সংস্পর্শে আসার পর সে বিদ্যুতস্পৃষ্ট হয়। এরপর দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সোহরাওয়ার্দী উদ্যানের প্রাচীর টপকানোর সময় গ্রিলের সঙ্গে কোনভাবে বিদ্যুতস্পৃষ্ট হন সাইফুল। পরে হাসপাতালে আনা হলে দুপুর পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুকরানা মাহফিলে পিপার স্প্রেসহ দুই যুবক আটক ॥ রবিবার সকাল ৯টার দিকে শুকরানা মাহফিলে পিপার স্প্রে নিয়ে প্রবেশের চেষ্টা করায় মোঃ আবিদুর রহমান (১৯) ও আব্দুল্লাহ মামুন (১৯) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে দায়িত্বরত হাজারিবাগ থানার এএসআই মোঃ রফিক জানান, আটক দুই যুবককে শাহবাগ থানায় পাঠানো হয়েছে। তিনি জানান, আটক দুইজনের পোশাক ও আচরণ দেখে সন্দেহ হয়। কালী মন্দির গেট দিয়ে প্রবেশের সময় তাদের তল্লাশি করে দুই বোতল পিপার স্প্রে পাওয়া যায়। এ সময় গোয়েন্দা সংস্থার লোকও ছিল। সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে শাহবাগ থানায় পাঠানো হয়েছে। শাহবাগ থানার এসআই মোহাম্মদ নিয়াজ বলেন, এই স্প্রে কারও চোখে গেলে জ্বালা-যন্ত্রণা করে। বর্তমানে তারা থানায় আছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, আসলে ওই দুই যুবকের উদ্দেশ্যে কি ছিল, তা নিয়ে তদন্ত করা হচ্ছে।
×