ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোচ হিসেবে সোলারির টানা দুই জয়, বার্সিলোনার রক্ষক সুয়ারেজ

জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৪:৪৯, ৫ নভেম্বর ২০১৮

 জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় দীর্ঘদিন পর জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। ১৮ বছর বয়সী ভিনিসিয়াস জুনিয়রের গোলে লা লিগায় কোচ হিসেবে প্রথম জয় পেয়েছে সান্তিয়াগো সোলারি। ভিনিসিয়াসের সঙ্গে রামোসের পেনাল্টির সৌজন্যে শনিবার রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে রিয়াল ভায়াদোলিদকে। সান্তিয়াগো বার্নাব্যুতে সোলারি ৭৩ মিনিটে মার্কো এসেনসিও’র জায়গায় ভিনসিয়াসকে মাঠে নামান। আর বদলি হিসেবে মাঠে নেমে ১০ মিনিটের মধ্যেই কোচের আস্থার প্রতিদান দিয়েছেন এই ব্রাজিলিয়ান। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রামোস। মাদ্রিদের এই জয়টা আরও সুখকর হতে পারতো। যদি দিনের অপর ম্যাচে রায়ো ভায়েকানোর কাছে বার্সিলোনা হেরে যেত। ভালেকাসে ম্যাচের চার মিনিট বাকি থাকতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা ২-১ গোলে পিছিয়ে ছিল। কিন্তু ৮৭ ও ৮৯ মিনিটে ওসমান ডেম্বেলে ও লুইস সুয়ারেজ পরপর দুই গোল করে লিওনেল মেসিবিহীন বার্সিলোনাকে দারুণ রোমাঞ্চকর এক জয় উপহার দেন। এই জয়ে আর্নেস্তো ভালভার্দের দল চার পয়েন্ট এগিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো। ৭ পয়েন্ট পিছিয়ে রিয়ালের অবস্থান ষষ্ঠ স্থানে। বার্সার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা এ্যাটলেটিকো মাদ্রিদ লেগানেসের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। রিয়াল ও সোলারির জন্য এই জয়টা বেশ গুরুত্বপূর্ণ ছিল। ৮৩ মিনিটে রিয়ালের এগিয়ে যাওয়াটা প্রায় ভায়োদোলিদ ডিফেন্ডার কিকো অলিভাসের আত্মঘাতী গোলেই পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে পা স্পর্শ করে ভিনসিয়াস গোলটি নিজের করে নেন। সাম্প্রতিক সময়ে রিয়ালের আক্রমণভাগের হতাশাজনক পারফর্মেন্সে ভিনসিয়াসের এই গোল কিছুটা হলেও প্রাণের সঞ্চার করবে। ভিনসিয়াস এই গোলের পর দৌড়ে গিয়েই সোলারিকে জড়িয়ে ধরেন। এই তরুণের সঙ্গে সোলারির সম্পর্কটা বেশ ভাল। ক্যাস্টিলায় এবারের মৌসুমে তিনিই যে ভিনসিয়াসের কোচ ছিলেন। এর আগে সদ্য চাকরি হারানো কোচ জুলেন লোপেতেগুই মনে করতেন মাদ্রিদ-বি দলই ভিনসিয়াসের জন্য সেরা স্থান। যে কারণে প্রায়ই অবহেলিত হয়েছেন বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলার ভিনসিয়াস। কিন্তু সোলারির দৃষ্টিতে ভিনসিয়াস সবসময়ই এগিয়ে ছিলেন। স্প্যানিশ লা লিগায় ৬ ম্যাচের মধ্যে এটাই প্রথম জয় রিয়াল মাদ্রিদের। যদিওবা কোচ হিসেবে সোলারির এটা টানা দ্বিতীয় জয়। এর আগে যে কোপা ডেল’রের ম্যাচেও রিয়ালকে বড় জয় উপহার দেন তিনি। রিয়ালের বাজে সময়ের মধ্যেও টানা দুই জয়ের ফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত সোলারি। কোপা ডেল’রে এবং স্প্যানিশ লা লিগার পর তার সামনে এখন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ। গত সপ্তাহে এল ক্লাসিকোতে নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন লুইস সুয়ারেজ। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দলকে বড় জয় উপহার দিয়েছিলেন তিনি। শনিবার রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচেও বার্সিলোনার ত্রাতার ভূমিকায় সুয়ারেজ। এক গোলে পিছিয়ে পড়া বার্সিলোনাকে জেতাতেও সামনে থেকে নেতৃত্ব দেন এই উরুগুইয়ান। রায়ো ভায়েকানোর মাঠে ম্যাচ শুরুর ১১ মিনিটেই গোল করে বার্সিলোনাকে প্রথম এগিয়ে দেন লুইস সুয়ারেজ। কিন্তু প্রথমার্ধের ৩৫ আর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে দুই গোল করে রায়ো ভায়েকানোকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন যথাক্রমে পোযো এবং গার্সিয়া। ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে পিছিয়ে থাকে সফরকারী বার্সিলোনা। তারপরও হাল ছাড়েনি মেসিবিহীন কাতালান ক্লাবটি। বরং ম্যাচের শেষ তিন মিনিটে প্রতিপক্ষের জালে দুইবার বল জড়িয়ে বার্সিলোনা প্রমাণ করে তারা কেন লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন। দ্বিতীয়ার্ধের ৮৭ মিনিটে ওসমান ডেম্বেলে গোল করে সমতায় ফেরান বার্সাকে। আর ৯০ তম মিনিটে সুয়ারেজ করেন জয়সূচক গোলটি। স্প্যানিশ লা লিগায় শেষ তিন ম্যাচে এটা সুয়ারেজের ষষ্ঠ গোল। কাতালানদের প্রাণভোমরা লিওনেল মেসির অভাবটা যেন বুঝতেই দিচ্ছেন না এই উরুগুইয়ান স্ট্রাইকার। এই জয়ের ফলে বার্সিলোনার সংগ্রহ ১১ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট। অবস্থান সবার ওপরে। লা লিগায় সমান সংখ্যক ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল ভায়াদোলিদকে হারিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ১১ ম্যাচ থেকে রামোস-মার্সেলোদের সংগ্রহ ১৭ পয়েন্ট।
×