ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়ের ধারায় জুভেন্টাস

প্রকাশিত: ০৪:৪৮, ৫ নভেম্বর ২০১৮

 জয়ের ধারায় জুভেন্টাস

জিএম মোস্তফা ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে জুভেন্টাস। শনিবার তারা ৩-১ গোলে হারিয়েছে ক্যালিয়ারিকে। এই জয়ের ফলে ইতালিয়ান সিরি’এ লীগে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। সেই সঙ্গে নিজেদের ক্লাব ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ভাল সূচনা করে জুভেন্টাস। ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস ছাড়াও এদিন পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। নিজেদের মাঠে ইন্টার রীতিমতো ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জেনোয়াকে। এর ফলে নেপোলিকে টপকে লীগ টেবিলের দ্বিতীয় স্থানেও উঠে এসেছে ইন্টার। তবে জুভেন্টাস-ইন্টারের জয়ের দিনে ড্র করেছে রোমা। শনিবার ফিওরেন্টিনার মাঠে ১-১ গোলে ড্র করে শক্তিশালী রোমা। রেফারি বাঁশিতে ফুঁ দিয়ে খেলা শুরুর পর মুহূর্তেই গোল! হ্যাঁ, শনিবার ক্যালিয়ারির বিপক্ষে ম্যাচ শুরুর ৪২ সেকেন্ডের মধ্যেই গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন পাওলো দিবালা। সেই সঙ্গে রেকর্ডবুকেও জায়গা করে নিলেন জুভেন্টাসের এই আর্জেন্টাইন স্ট্রাইকার। আর্তুরো ভিদালের পর ইতালিয়ান সিরি’এ লীগে জুভেন্টাসের জার্সিতে সবচেয়ে দ্রুততম সময়ে গোল করেন পাওলো দিবালা। কাকতালীয়ভাবে জুভেন্টাসের আগের দ্রুততম সময়ে করা গোলটিও ছিল ঠিক ৩ নবেম্বরে। ২০১২ সালে ইন্টার মিলানের বিপক্ষে মাত্র ১৮ সেকেন্ডে গোল করেছিলেন আর্তুরো ভিদাল। চিলিয়ান স্ট্রাইকারের পর এবার জুভেন্টাসকে সবচেয়ে দ্রুততম সময়ে গোল উপহার দিলেন দিবালা। দিবালার এই গোল করার দিনে জুভেন্টাস জয় নিয়েই মাঠ ছাড়ে। ক্যালিয়ারির বিপক্ষে জুভেন্টাসের হয়ে আরেকটি গোল করেন জু কুয়াদ্রাদো। এছাড়া প্রথমার্ধের ৩৮ মিনিটে আত্মঘাতী গোল করে জুভেন্টাসকে এগিয়ে দিয়েছিলেন ক্যালিয়ারির ব্রাদারিচ। ক্যালিয়ারির হয়ে ৩৬ মিনিটে একমাত্র গোলটি করেন গেরালদিনহো দোস সান্তোস গালভাও। এই ম্যাচে জুভেন্টাসের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো অবশ্য কোন গোলের দেখা পাননি। কিন্তু তার এ্যাসিস্ট থেকেই দলের তৃতীয় গোলটি করেন কুয়াদ্রাদো। তবে ক্যালিয়ারির বিপক্ষে ম্যাচের আগে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করার পুরস্কার হিসেবে এদিন রোনাল্ডোকে ‘বিশেষ’ এক জার্সি উপহার দিয়ে সম্মাননা প্রদর্শন করে ক্লাব কর্তৃপক্ষ। দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি টেনে গত গ্রীষ্মকালীন দলবদলেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনাল্ডো। নতুন ঠিকানায় শুরুটা মোটেও ভাল হয়নি তার। তবে একটু সময় নিয়েই স্বরূপে ফিরেছেন সিআর সেভেন। শুরুর গোলখরা কাটিয়ে দোর্দ- প্রতাপে ফিরেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার। গত মাসেই ইউরোপের শীর্ষ লীগে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। ইতালিয়ান সিরি’এ লীগে ২০১৮-১৯ মৌসুমে সর্বে”াচ গোলদাতার তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন রোনাল্ডো। সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে ৯৯০ মিনিট খেলে প্রতিপক্ষের জালে ছয়বার বল জড়িয়েছেন তিনি। এই সময়ে সতীর্থদের দিয়ে আরও পাঁচ গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রোনাল্ডো। সাত গোল করে রোনাল্ডোর সঙ্গে রয়েছেন নেপোলির ড্রায়েস মার্টেন্স এবং রোরেঞ্জো ইনসাইনও। তবে ৯ গোল করে ইতালিয়ান সিরি’এ লীগে গোলদাতার তালিকায় এ মৌসুমে শীর্ষে অবস্থান করছেন ক্রিজসটোফ পিয়াটেক। ৯৩৪ মিনিট খেলে প্রতিপক্ষের জালে ৯ গোল করেন তিনি। ছয়টি করে গোল করেছেন মাউরো ইকার্দি এবং সিরো ইম্মোবিল। পাঁচটি করে গোল করেছেন গঞ্জালো হিগুয়েন, গ্রেগরি ডিফ্রেল, ফ্রান্সেস্কো কাপুতো এবং রদ্রিগো ডি পাউলের মতো তারকারা।
×