ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হারিয়ে গেল আস্ত দ্বীপ

প্রকাশিত: ০৪:৪৩, ৫ নভেম্বর ২০১৮

 হারিয়ে গেল  আস্ত দ্বীপ

অনেকদিন ধরেই কেউ খেয়াল করেনি এই দ্বীপের নিখোঁজ হওয়ার ঘটনাটি। এ বছরের হেমন্তকালটি জাপানের জন্য খুবই অদ্ভুত। কিছুদিন আগেই টাইফুনের কারণে বিভ্রান্ত হয়ে যায় সে দেশের চেরি গাছগুলো এবং সময়ের আগেই ফুলে ফুলে ছেয়ে যায়। আর এখন জানা যাচ্ছে, আস্ত একটা দ্বীপ হারিয়ে গেছে সে দেশের উপকূল থেকেই, আর তা কারও চোখেও পড়েনি অনেকটা সময় ধরে। দ্বীপটির নাম ছিল ইসানবে হানাকিতা কোজিমা। এই দ্বীপ এবং এর মতোই আরও ১৫৮টি জনশূন্য দ্বীপের নামকরণ করে রাখা হয় ২০১৪ সালে। যাতে অন্য কোন দেশ এর মালিকানা দাবি করতে না পারে। মূলত, ওই দ্বীপের পাশ দিয়েই একসারি দ্বীপ আছে যাদের কুরিল বলা হয়। কুরিল দ্বীপগুলো নিয়ে কয়েক শতক ধরেই রাশিয়া ও জাপানের মাঝে দ্বন্দ্ব রয়েছে। অদ্ভুত হলেও সত্যি, অনেকদিন ধরেই কেউ খেয়াল করেনি এ দ্বীপের নিখোঁজ হওয়ার ঘটনাটি। হিরোশি শিমিজু নামের এক লেখক ওই এলাকায় আসেন জাপানের প্রত্যন্ত দ্বীপগুলো নিয়ে কাজ করতে। কিন্তু ইসানবে হানাকিতা কোজিমা দ্বীপটিকে খুঁজে না পেয়ে তিনি আঞ্চলিক জেলেদের সাহায্য নেন। তারা নৌকা নামিয়েও ওই দ্বীপ খুঁজে পান না। -ওয়েবসাইট অবলম্বনে।
×