ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বের দীর্ঘতম স্টেপল চেন

প্রকাশিত: ০৪:৪৩, ৫ নভেম্বর ২০১৮

 বিশ্বের দীর্ঘতম স্টেপল চেন

বিশ্বের দীর্ঘতম স্টেপল চেন তৈরি করে গিনেস বুকে নাম লেখালেন ভারতের নদিয়ার শান্তিপুরের অনুপম সরকার। আমেরিকা ও বাংলাদেশের দু’জন প্রতিযোগীকে হারিয়ে এক হাজার ৮১৯ ফুট লম্বা স্টেপল চেন তৈরি করে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড’ রেকর্ডসে নিজের নাম লেখালেন বাংলার এই যুবক। জানা গেছে, টানা ৪৪ দিনের অক্লান্ত পরিশ্রমের পর ৫৫৪.৫৪ মিটার দৈর্ঘ্যরে স্টেপল চেনটি তৈরি করেন অনুপম। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তার এ কৃতিত্বকে ‘অফিসিয়ালি এ্যামেজিং’ বলে স্বীকৃতি দিয়েছে। তিনি পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদও। সেই সনদে স্পষ্টই লেখা, ‘দ্যা লংগেস্ট চেন অব স্টেপল। ৭১ হাজার ৫০০টি স্ট্যাপল পিন কোন যন্ত্র ছাড়াই হাতের আঙুলের মাধ্যমে ১ হাজার ৮১৯ ফুটেরও লম্বা বিশাল চেন তৈরি করেন অনুপম। -এনডিটিভি অবলম্বনে।
×