ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আখতারুজ্জামান চৌধুরী বাবুকে শ্রদ্ধায় স্মরণ

প্রকাশিত: ০৪:২৪, ৫ নভেম্বর ২০১৮

 আখতারুজ্জামান  চৌধুরী বাবুকে  শ্রদ্ধায় স্মরণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুকে পরম শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করল আনোয়ারা এবং দক্ষিণ চট্টগ্রামের মানুষ। ৪ নবেম্বর রবিবার ছিল প্রয়াত এ নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আনোয়ারা এবং কর্ণফুলী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভা। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এ নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। আখতারুজ্জামান বাবুর মৃত্যুবার্ষিকীতে রবিবার আনোয়ারা এবং কর্ণফুলী উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তার পুত্র ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, স্থানীয় আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, আখতারুজ্জামান স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দের পক্ষ থেকে সমাধিতে ফুল দেয়া হয়। এছাড়া দল ও পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হয় খতমে কোরআন ও দোয়া মাহফিল। এছাড়া আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আনোয়ারা, কর্ণফুলী উপজেলা এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। উল্লেখ্য, জীবদ্দশায় আখতারুজ্জামান চৌধুরী ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। দীর্ঘদিন যাবত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। বাংলাদেশে বেসরকারী ব্যাংকের যাত্রা শুরুর ক্ষেত্রে তিনি ছিলেন উদ্যোক্তাদের অন্যতম। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি আনোয়ারা থেকে বারে বারে সংসদ নির্বাচিত হন। এর পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি সার্ক চেম্বার অব কমার্সের সভাপতির দায়িত্বও পালন করেন।
×