ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শফিউল আলমের মেয়াদ আরও এক বছর বাড়ছে

প্রকাশিত: ০৪:২৪, ৫ নভেম্বর ২০১৮

 শফিউল আলমের মেয়াদ আরও এক বছর  বাড়ছে

বিশেষ প্রতিনিধি ॥ চুক্তিতে আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন মোহাম্মদ শফিউল আলম। প্রশাসনের সর্বোচ্চ এই কর্মকর্তার মেয়াদ বাড়ানো সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। আগামী ১৩ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন শফিউল আলম। ১৪ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে মন্ত্রিপরিষদ সচিবের মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে। রবিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এ সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। শফিউল আলম ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থাকাকালীন ২০১৫ সালের ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। ২১তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে তিনি যোগ দেন ২৯ অক্টোবর। ১৯৮২ সালের প্রশাসন ক্যাডারের নিয়মিত ব্যাচের এই কর্মকর্তা ১৯৫৯ সালের ১৪ ডিসেম্বর কক্সবাজারে জন্মগ্রহণ করেন। মন্ত্রিপরিষদ সচিব ১৯৭৯-৮০ সালে বিএ ও এলএলবি পাস করেন, ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে এমএ সম্পন্ন করেন। লন্ডনের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন উন্নয়ন বিষয়ে এমএস ডিগ্রী অর্জন করেন শফিউল আলম। শফিউল আলমের আগে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যানের (সচিব পদ মর্যাদা) দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান এবং রাজশাহীর বিভাগীয় কমিশনার ছিলেন। যোগাযোগ মন্ত্রণালয়ের (বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) অতিরিক্ত সচিবও ছিলেন শফিউল। এছাড়া তিনি মাগুরা ও ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি), বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ (বিপিএটিসি) কেন্দ্রের এমডিএস (মেম্বার ডিরেক্টিং স্টাফ) হিসেবে দায়িত্ব পালন করেন।
×