ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় নৌ কনভেনশনে ২১ দফা গৃহীত

প্রকাশিত: ০৪:২৪, ৫ নভেম্বর ২০১৮

 জাতীয় নৌ কনভেনশনে ২১ দফা গৃহীত

স্টাফ রিপোর্টার ॥ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা ও পানিসহ প্রাকৃতিক সম্পদ রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় নৌ কনভেনশনে এই আহ্বান জানানো হয়। ‘নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি’ কনভেনশনের আয়োজন করে। এতে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে নৌপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও নদ-নদী, হাওড়-বাঁওড়, খাল-বিল রক্ষা এবং প্রাকৃতিক পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার অত্যন্ত জরুরী বলে অভিমত দেন তারা। কনভেনশন থেকে ২১ দফা ঘোষণা গৃহীত হয়। সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়ার সভাপতিত্বে আলোচনা করেন সিপিবির উপদেষ্টা মন্ডলীর সদস্য মনজুরুল আহসান খান, গণতন্ত্রী পার্টির সভাপতি মন্ডলীর সদস্য নুরুর রহমান সেলিম, অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ বদিউজ্জামান বাদল প্রমুখ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মীর তারেক আলী, বাংলাদেশ শিপ রিসাইক্লিনিং এ্যাসোসিয়েশনের উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আনাম চৌধুরী, পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক এবং উপকূলীয় চারণ সাংবাদিক ও প্রথম আলোর সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল ইসলাম মন্টু।
×