ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফোকসভাগেনের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের দাবি

প্রকাশিত: ০৪:২০, ৫ নভেম্বর ২০১৮

 ফোকসভাগেনের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের দাবি

গাড়ি নির্মাতা জার্মান প্রতিষ্ঠান ফোকসভাগেনের বিরুদ্ধে শত কোটি ডলারের বেশি মূল্যের পেটেন্ট লঙ্ঘনের দাবি করেছে সেমিকন্ডাক্টর নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ব্রডকম। সেইসঙ্গে এ নিয়ে কয়েকটি গাড়ি বিষয়ে বিচার বিভাগ থেকে নিষেধাজ্ঞা চাওয়ার হুমকিও দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। ফোকসভাগেনের মুখপাত্র বলেন, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্রডকম আইনী পদক্ষেপ নিয়ে একটি নথি দাখিল করেছে। পেটেন্ট লঙ্ঘনের কথা দাবি করে এই নথি দাখিল করা হলেও এতে এর আকার নিয়ে কোন তথ্য উল্লেখ করা হয়নি। ফোকসভাগেন এই দাবি নিয়ে পরীক্ষা করছে এবং আইনী লড়াইয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। জার্মান সাময়িকীটি জানিয়েছে, নিজেদের কিছু গাড়িতে দিকনির্দেশনা ও বিনোদনের জন্য ফোকসাভেগন ব্রডকমের সেমিকন্ডাক্টর নিয়ে করা ১৮টি পেটেন্টের প্রযুক্তি ব্যবহার করেছে। চলতি বছরের শুরুতে ব্রডকম যুক্তরাষ্ট্রে গাড়ি নির্মাতা জাপানী প্রতিষ্ঠান টয়োটা ও ইলেকট্রনিক প্রতিষ্ঠান প্যানাসোনিকের বিরুদ্ধে আইনী লড়াই শুরু করে। -অর্থনৈতিক রিপোর্টার
×