ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনা পাওয়ারের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত: ০৪:১২, ৫ নভেম্বর ২০১৮

 খুলনা পাওয়ারের উদ্যোক্তা  শেয়ার বিক্রির ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদ্যমান বাজার দরে নিজ কোম্পানির ১ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ২৩৫ টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) করপোরেট উদ্যোক্তা সামিট করপোরেশন লিমিটেড। কোম্পানিটিতে তাদের ধারণকৃত শেয়ারের পরিমাণ ৬ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার ৭২৭ টি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণা অনুযায়ী শেয়ারগুলো বিক্রি করা হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে কেপিসিএল। সমাপ্ত হিসাব বছরে এর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৮ পয়সা ও শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৬ টাকা ৮৭ পয়সা। আগামী ৯ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এসংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নবেম্বর। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে খুলনা পাওয়ার। এ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৭ পয়সা। ৩০ জুন কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ২৬ টাকা ২০ পয়সায়। এর আগে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসের জন্য মোট ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় খুলনা পাওয়ার। এর মধ্যে ২০১৫ সালের ৩১ পর্যন্ত এক বছরের জন্য ৪০ শতাংশ অন্তবর্তী নগদ লভ্যাংশ দেয় কাম্পানিটি। সে হিসাব বছরে খুলনা পাওয়ারের ইপিএস হয় ৯ টাকা ৮২ পয়সা।
×