ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তালিকাচ্যুতির আশঙ্কায় ডিএসইর ১১ কোম্পানি

প্রকাশিত: ০৪:১২, ৫ নভেম্বর ২০১৮

 তালিকাচ্যুতির আশঙ্কায় ডিএসইর ১১ কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজরে তালিকাভুক্ত ১৫ কোম্পানি বিগত ৫ বছর যাবত শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দিচ্ছে না। কোম্পানিগুলোর মধ্যে এ বছরও ১১ কোম্পানি কোন লভ্যাংশ দেয়নি। সদ্য সমাপ্ত ২০১৭-১৮ অর্থবছরের হিসাব শেষে আর্থিক কোন উন্নতি না হওয়া ও লোকসানের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কোম্পানিগুলো এ বছরও শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দিতে পারেনি। তবে গত পাঁচ বছর কোন লভ্যাংশ না দিলেও এ বছর কেএ্যান্ডকিউ এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তকরণ আইন অনুযায়ী চলতি বছরের ৭ আগস্ট বিগত পাঁচ বছর শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেয়ায় ১৫ কোম্পানিকে তালিকাচ্যুতির লক্ষ্যে কারণ দর্শানো চিঠি দেয় কর্তৃপক্ষ। ওই চিঠিতে কোম্পানির বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে জানতে চাওয়া হয়। সেই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। কোম্পানির পক্ষ থেকে সন্তোষজনক কোন উত্তর না পেলে আইন অনুযায়ী কোম্পানিগুলোকে স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত করবে। ডিএসই থেকে সম্ভাব্য তালিকাচ্যুতির তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক, ইমাম বাটন, বেক্সিমকো সিনথেটিক্স, সাভার রিফ্যাক্টরিজ, দুলামিয়া কটন, সমতা লেদার কমপ্লেক্স, শ্যামপুর সুগার মিলস, জিল বাংলা সুগার মিলস, শাইনপুকুর সিরামিকস, সোনারগাঁও টেক্সটাইল, জুট স্পিনার্স, আইসিবি ইসলামিক ব্যাংক, কে এ্যান্ড কিউ (বাংলাদেশ) ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। ডিএসই তথ্যানুযায়ী ঝুঁকিতে থাকা ১৫ কোম্পানির মধ্যে ১৩ কোম্পানির ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় লভ্যাংশ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১১টির পর্ষদ এ বছরও কোন লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে। ক্যাবল কেএ্যান্ডকিউ এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড এ বছর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
×