ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শুশুক মেলা উদ্বোধন

প্রকাশিত: ০৪:০০, ৫ নভেম্বর ২০১৮

শুশুক মেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আন্তর্জাতিক ডলফিন দিবস-২০১৮ উপলক্ষে রবিবার সকালে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে পক্ষকালব্যাপী শুশুক মেলা শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘শুশুক ডলফিন থাকে যদি, ভাল থাকবে মোদের নদী’। অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। সুন্দরবনসহ দেশের নদ-নদী ও সাগরে ডলফিন সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিপি ও জিইএফের সহযেগিতায় বাংলাদেশ বন অধিদফতর, আইইউসিএন ও সিএনআরএস যৌথভাবে এই শুশুক মেলার আয়োজন করে। অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আমাদের গর্ব। অথচ এই বন সংরক্ষণে আমরা সচেতন নই। এই মেলা জনসচেতনতা বাড়াতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন অধিদফতরের বন সংরক্ষক মোঃ জাহিদুল কবির।
×