ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রকাশিত: ০৩:৫৭, ৫ নভেম্বর ২০১৮

 শরীয়তপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৪ নবেম্বর ॥ একই রাতে তিন বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতি শেষে ফেরার পথে জনতার হাতে দুই ডাকাত ধরা পড়লে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাতের নাম সবুজ হাওলাদার (২৭)। সে বরগুনা সদর উপজেলার লতাবাড়িয়া (বড়ইতলা) গ্রামের ইয়াকুব আলী হাওলাদারের ছেলে। গণপিটুনিতে আহত অপর ডাকাত তুহিন কাজী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ঠেঙ্গামারা গ্রামের মৃত রহিম কাজীর ছেলে। এ ঘটনায় পুলিশ পৌরসভার আমতলী গ্রামের চান্দু মুন্সীসহ ২ জনকে আটক করেছে। এ সময় ডাকাতি হওয়া কিছু জিনিসপত্রসহ ২টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, শনিবার রাত অনুমান ২টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল শরীয়তপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের হুগলি গ্রামের জসিম ঢালীর বাড়ির ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনের হাত-পা বেঁধে জিম্মি করে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। একই সময় ডাকাতদলের কতিপয় সদস্য জসিম ঢালীর বাড়িতে অবস্থান করে পাহারা দেয় যাতে বাড়ির লোকজন চিৎকার করতে না পারে। অন্যান্য ডাকাত সদস্যরা প্রতিবেশী অরুণ সাহা ও স্বপন সাহার ঘরে একই কায়দায় দরজা ভেঙ্গে ডাকাতি করে। এ সময় চিৎকার শুনে প্রতিবেশী তপন সাহা ও তার ছেলে রাজন স্বপন সাহার বাড়িতে এলে ডাকাতদল তাদেরও হাত-পা বেঁধে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা ২টি ঘরে ডাকাতি করে ১ লাখ ৫০ হাজার টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ডাকাতি করে ফেরার পথে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মাকসাহার এলাকায় ডাকাত দলের দুই সদস্য জনতার হাতে ধরা পড়ে। উত্তেজিত জনতার গণপিটুনিতে দুই ডাকাত মারাত্মক আহত হয়। পালং মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ডাকাতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাকাত সুজন হাওলাদারকে মৃত ঘোষণা করেন। সোনারগাঁয়ে চার ডাকাত আটক স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার মিনিখালি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত এক রাউন্ড গুলিসহ একটি ওয়ান শূটারগান ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো মোঃ সোহান, সিরাজ, নুরুজ্জামান ও শাওন।
×