ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘বাঙালি সাংস্কৃতিক বন্ধন’র আত্মপ্রকাশ

প্রকাশিত: ০৩:৫৪, ৫ নভেম্বর ২০১৮

 ‘বাঙালি সাংস্কৃতিক বন্ধন’র  আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনির্বাণ আদর্শে বিশ্বাসী, আবহমান বাঙালী সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ‘বাঙালি সাংস্কৃতিক বন্ধন’ নামে ২৫টি সাংস্কৃতিক সংগঠনের জোট আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে। জাতীয় জীবনের সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের মহিমা ও বাঙালী সংস্কৃতির বিকাশ এবং চর্চাকে বেগবান করে জনমানসে চিরায়ত সাংস্কৃতিকে জাগরুক রাখতে ও বাঙালীর সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বদরবারে পৌঁছে দিতে এই সংগঠন দেশব্যাপী বহুমুখী কর্মকান্ড পরিচালনা করবে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান, নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক, কবি কাজী রোজী এমপি, কবি ড. মুহাম্মদ সামাদ, শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, মনোরঞ্জন ঘোষাল, সঙ্গীতজ্ঞ শেখ সাদী খান, নাট্যজন এসএম মহসিন, শিল্পী বুলবুল মহলানবীশ, বাউল শিল্পী শফি মন্ডল, চিত্রনায়ক জায়েদ খান, সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার, উপস্থিত ছিলেন চলচ্চিত্র নায়িকা রত্ন, শাহনুর, অমৃতা, নায়ক জয়, আরজে নয়ন প্রমুখ। ‘বাঙালি সাংস্কৃতিক বন্ধন’ জোটের সদস্য সংগঠনগুলো হলো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আওয়ামী শিল্পী গোষ্ঠী, বাংলার মুখ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, আওয়ামী সাংস্কৃতিক জোট, বাংলাদেশ লোক সাংস্কৃতিক পরিষদ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, স্বাধীনতা চারুশিল্পী পরিষদ, বঙ্গবন্ধু লেখক পরিষদ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, শিল্পী কলাকুশলী সমিতি, ভাওয়াইয়া অঙ্গন, বাংলাদেশ ললিতকলা পরিষদ, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার, প্রতিভা মূল্যায়ন সংসদ, স্বাধীনতা সাংস্কৃতিক একাডেমি, বঙ্গমাতা পরিষদসহ ২৫টি সংগঠন।
×