ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভূপেন হাজারিকার প্রয়াণ দিবসে আয়োজন

প্রকাশিত: ০৩:৫৩, ৫ নভেম্বর ২০১৮

 ভূপেন হাজারিকার প্রয়াণ দিবসে আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ উপমহাদেশের প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী ড. ভূপেন হাজারিকার ৭ম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আজ সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘আজ জীবন খুঁজে পাবি’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত আলোচনাপর্বে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুদক্ষিণা শর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান, ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী। আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবেন সঙ্গীতশিল্পী সুদক্ষিণা শর্মা, লিয়াকত আলী লাকী, ঋষিরাজ শর্মা, ড. সঙ্গীতা কাকতী, অভিজিৎ কুমার বড়ুয়াসহ আরও অনেকে। অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করবে ঢাকা সাংস্কৃতিক দল এবং সমবেত নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল।
×