ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়া সফরে কিউবার প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৩:৫১, ৫ নভেম্বর ২০১৮

 উত্তর কোরিয়া সফরে  কিউবার  প্রেসিডেন্ট

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলকে রবিবার উত্তর কোরিয়ায় স্বাগত জানানো হয়েছে। পিয়ংইয়ংয়ে তার এ সফরকে মিত্র এ দু’দেশের অকৃত্রিম বন্ধুত্বের নিদর্শন হিসেবে বর্ণনা করা হচ্ছে। খবর এএফপির। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে এবং কিউবার ওপর ওয়াশিংটন নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার মাত্র কয়েকদিনের মধ্যে তিনি এ সফরে যান। অর্ধশতাব্দীর বেশি সময়ের বৈরিতার পর ২০১৫ সালে হাভানার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনঃস্থাপিত হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই দুদেশের মধ্যে সম্পর্কের আবারও অবনতি ঘটে। কমিউনিস্ট শাসিত কিউবা হচ্ছে উত্তর কোরিয়ার হাতেগোনা মিত্র দেশগুলোর অন্যতম।
×