ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার প্রশ্নে নিউ ক্যালিডোনিয়ায় গণভোট

প্রকাশিত: ০৩:৫০, ৫ নভেম্বর ২০১৮

 স্বাধীনতার প্রশ্নে নিউ ক্যালিডোনিয়ায় গণভোট

ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপপুঞ্জ নিউ ক্যালিডোনিয়ায় রবিবার ভোটগ্রহণ শেষ হয়েছে। ফ্রান্সের শাসন থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন দেশ হওয়া প্রশ্নে সেখানে এ গণভোট অনুষ্ঠিত হয়েছে। খবর এএফপির। বিশ্বব্যাপী বিচ্ছিন্ন থাকা ফ্রান্সের অনেক ভূখন্ডের মধ্যে এটি তাদের অন্যতম একটি ভূখন্ড। এই ভোটের মধ্য দিয়ে নিউ ক্যালিডোনিয়ায় ফ্রান্সের সঙ্গে থাকা না থাকার বিষয়টি পরিষ্কার হতে যাচ্ছে। ফলে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফ্রান্সের মূল ভূখন্ড থেকে প্রায় ১৮ হাজার কিলোমিটার দূরে অবস্থিত নিউ ক্যালিডোনিয়া নিকেল ধাতুর জন্য খুবই পরিচিত। বিশ্বের মোট নিকেল সরবরাহের এক চতুর্থাংশ এখান থেকে সরবরাহ করা হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইলেক্ট্রনিক উপাদান। এছাড়া কৌশলগত দিক থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্সের অবস্থানের ক্ষেত্রে ভূখন্ডটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
×