ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৌন্দর্য ও পরাগায়ন

প্রকাশিত: ০৩:২৮, ৫ নভেম্বর ২০১৮

 সৌন্দর্য ও পরাগায়ন

ফুলে ফুলে উড়ে বেড়ানো বিচিত্র রঙের ও আকৃতির প্রজাপতি কি কেবল শিশু-কিশোরদের কাছেই প্রিয়? শুধু তারাই কি গেয়ে থাকে- ‘প্রজাপতি ও প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা...দাও জামা... এই জামা ভাল লাগে না’? প্রজাপতি এমনই এক উড়ুক্কু তুলতুল যার ওড়াউড়ি দেখতে ভালবাসে সব বয়সের মানুষ। পাখিকে হাতের নাগালে তেমন পাওয়া যায় না। সহসাই সে উড়ে পালিয়ে যায়। কিন্তু প্রজাপতি থাকে আমাদেরই কাছাকাছি, তার সঙ্গে ছুটে বেড়ানো যায়। প্রজাপতিকে কেবল সৌন্দর্যের প্রতীক হিসেবেই দেখে থাকেন বেশিরভাগ মানুষ। কিন্তু সেটি যে উদ্ভিদের পরাগায়নে ভূমিকা রেখে মানবপ্রজাতির উপকার সাধন করে, সেটি প্রায়শ অনুল্লেখিতই থেকে যায়। বর্ণিল নান্দনিক সান্নিধ্য উপভোগ, এবং একইসঙ্গে প্রজাপতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের অন্যতম উচ্চ বিদ্যাপীঠ, প্রকৃতির লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই আয়োজন করা হয় প্রজাপতি মেলার। সঙ্গত কারণেই ছুটির দিনে আয়োজিত দিনব্যাপী এ চমৎকার ও ব্যতিক্রমী মেলায় দর্শকসমাগম হয় বিপুল। প্রজাপতিকে পরিবেশের মানদ-ের সূচক হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলায় এ পতঙ্গের উপযোগী পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন এবার বক্তারা। ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এমন স্লোগান নির্ধারিত হয়েছে এবারের প্রজাপতি মেলায়। সাধারণত পার্ক বা উদ্যানে বাহারি রঙের পাখা মেলে উড়ে উড়ে ঘুরে বেড়াতে দেখা যায় প্রজাপতিদের। আপন ভুবনেই তার সৌন্দর্য ছড়ানো। কিন্তু পার্কের বাইরে এমনটি এখন আর চোখে পড়ে না। এর কারণ হলো প্রজাপতি টিকে থাকার মতো উপযোগী পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। প্রকৃতির সুন্দরতম এই পতঙ্গ টিকিয়ে রাখতে সচেতনতা সৃষ্টির জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ আয়োজন এ নিয়ে নবমবার। দিনব্যাপী অনুষ্ঠিত মেলার অন্যান্য আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, শিশু-কিশোরদের প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী; সব মিলিয়ে বিপুল বর্ণাঢ্য আয়োজন। এই মেলায় জীবন্ত প্রজাপতি প্রদর্শনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামের ভেতর এবং বাইরে অসংখ্য প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী করা হয়। এ বছর দুজন শিক্ষার্থীর মাঝে ‘ইয়াং বাটারফ্লাই ইনথুসিয়াস্ট এ্যাওয়ার্ড’ এবং ‘বাটারফ্লাই এ্যাওয়ার্ড-২০১৮’ প্রদান করাও হয়েছে প্রজাপতি গবেষণায় অবদান রাখার জন্য। প্রজাপতি নিয়ে নানা দেশে নানা মিথ চাুল আছে। গ্রীকরা বিশ্বাস করে প্রতিটা মথ থেকে প্রজাপতি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে মানুষের আত্মারও জন্ম হয়। জাপানী মিথ হলো যার ঘরে প্রজাপতি আসে তার ঘরে সেদিন প্রিয় ব্যক্তির শুভাগমন ঘটে। আমাদের দেশেও এমন কথা চালু রয়েছে যে, অবিবাহিত ছেলে বা মেয়ের শরীরে প্রজাপতি এসে বসলে তার বিয়ের ফুল ফোটে। কথামালা যাই হোক, মানুষ প্রজাপতি ভালবাসে, প্রজাপতি দেখলে মন অন্যরকম হয়ে যায়। প্রজাপতি বিষয়ে জানা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার ব্যাপারে সচেতনতা গড়ে তোলার জন্য আরও বেশি করে বিভিন্ন জেলায় প্রজাপতি মেলার আয়োজন করা দরকার।
×