ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুশফিকভক্তের কান্ড

প্রকাশিত: ০৮:০৫, ৪ নভেম্বর ২০১৮

মুশফিকভক্তের কান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ দর্শক মাঠে ঢুকে পড়া খেলাধুলার ইতিহাসে নতুন কোন ঘটনা নয়। বিশেষ করে ক্রিকেট ও ফুটবলে এমন দৃশ্য সারা বিশ্বেই ঘটে থাকে। নিরাপত্তা বলয় ফাঁকি দিয়ে চোখের পলকে ম্যাচ চলার সময় মাঠে ঢুকে পড়ার দৃশ্য এবার চোখে পড়ল সিলেটে, বাংলাদেশ-জিম্বাবুইয়ে টেস্ট ম্যাচের প্রথম দিনে। হঠাৎ পূর্ব গ্যালারির বেষ্টনী টপকে মাঠে ঢুকে পড়ল এক কিশোর। দ্রæত দৌড়ে যেতে দেখা গেল উইকেটের দিকে। ছেলেটিকে পেছন থেকে ধাওয়া করছে নিরাপত্তাকর্মীরা। এটা অবশ্য অনাকাক্সিক্ষত, অপ্রীতিকর বা খারাপ উদ্দেশে নয়। ছেলেটির লক্ষ্য ছিল প্রিয় তারকা মুশফিকুর রহিমকে কাছে গিয়ে দেখা। তার প্রত্যাশা পূরণ হয়েছে মাঠের মধ্যে মুশফিককে জড়িয়ে ধরে। এতেই সে দারুণ খুশি। কিন্তু ঘটনা প্রশ্নবিদ্ধ করল নিরাপত্তাকর্মীদের। ম্যাচ চলাকালীন মাঠে আচমকা দর্শক প্রবেশ তাদের জন্য একটা বড় ব্যর্থতা। যদিও মাঠে ঢুকে পড়া কিশোরকে বের করে পাঠিয়ে দেয়া হয় স্টেডিয়ামের বাইরে। মুশফিকভক্ত কিশোরের নাম সাইফুল আলম অনিক। সে সপ্তম শ্রেণীর ছাত্র। বাড়ি সিলেট শহরেই।
×