ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্ট ফের সংলাপে বসতে চায়॥ আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছে

প্রকাশিত: ০৭:৩৯, ৪ নভেম্বর ২০১৮

ঐক্যফ্রন্ট ফের সংলাপে বসতে চায়॥ আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ আবার সংলাপে বসতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার সরকারের সঙ্গে সংলাপে বসার আগ্রহ জানিয়ে আজ চিঠি দিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট। শনিবার রাতে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। শনিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্রের দায়িত্ব দেয়া হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। মির্জা ফখরুল বলেন, ১ নবেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ হয়েছে। সেখানে আলোচনা হয়েছিল যে, জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে স্বল্প পরিসরে আরও আলোচনা হতে পারে। সেই আলোচনার আলোকেই ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে সংলাপের জন্য রবিবার সকালে প্রধানমন্ত্রীকে আরেকটি চিঠি দেয়া হবে। বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, আলোচনা অব্যাহত থাকবে এবং স্বল্প পরিসরে আলোচনা হতে পারে। সংলাপ শেষ না হওয়া পর্যন্ত যেন তফসিল ঘোষণা না করা হয়, সেজন্য শনিবার একটি চিঠি দেয়া হয়েছিল নির্বাচন কমিশনকে। সে বিষয়টিও প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতে উল্লেখ থাকবে। চলমান সংকট নিরসনে আবারও সংলাপে বসা হবে বলে জানান তিনি।
×