ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ ॥ ডিআইইউতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:১৩, ৪ নভেম্বর ২০১৮

ক্যাম্পাস সংবাদ ॥ ডিআইইউতে সেমিনার অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ ‘বার প্রাকটিশনার’স ট্রেনিং কোসর্’ (বিপিটিসি) বিষয়ক সেমিনার আয়োজন করে। গত ২৬ অক্টোবর ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কেএম মোহসীন। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসাইন। ইউনিভার্সিটির আইন অনুষদের ডীন প্রফেসর ড. এডব্লিউএম আব্দুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকার স্পেশাল জজ ড. আখতারুজ্জামান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট ব্যারিস্টার মশিউর রহমান। সেমিনার সঞ্চালনায় ছিলেন আইন বিভাগের লেকচারার এস হাসানুল বান্না। আইন বিভাগের সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীরা সেমিনারে উপস্থিত ছিলেন। ক্যাম্পাস প্রতিবেদক
×