ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাইফ আহমেদের ‘শেষ বিকেলের কাব্য’ ও ‘সারপ্রাইজ ডে’

প্রকাশিত: ০৭:০০, ৪ নভেম্বর ২০১৮

সাইফ আহমেদের ‘শেষ বিকেলের কাব্য’ ও ‘সারপ্রাইজ ডে’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে ‘শেষ বিকেলের কাব্য’ ও ‘সারপ্রাইজ ডে’ শিরেনামের দুটি নাটকের শ্যূটিং শেষ হয়েছে। এর মধ্যে ‘শেষ বিকেলের কাব্য’ নাটক রচনা করেছেন আহমেদ ফারুক এবং ‘সারপ্রাইজ ডে’ নাটকটি রচনা করেছেন রুদ্র মাহফুজ। নাটক দুটি নির্মাণ করেছেন এই প্রজন্মের সম্ভাবনাময় নির্মাতা কাজী সাইফ আহমেদ। নাটক দুটি প্রযোজনা করেছেন রাসেল সিদ্দিকী। নাটক দুটি বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলার জন্য নির্মিত হয়েছে। খুব শীঘ্রই প্রচার হবে। ‘শেষ বিকেলের কাব্য’ নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এস এন জনি, সেজুথি খন্দকার, সবুজ, শরিফ, আশরাফুল আলম সোহাগ, খাদিজা তিশা প্রমুখ। ‘শেষ বিকেলের কাব্য’ নাটকের গল্পে দেখা যায়- মিরোভা থাকে ইংল্যান্ডে। মিরোভা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড হোল্ডার, তার একাউন্টে কত পাউন্ড আছে তা সে নিজেও জানে না। নেটে ইমরান বাবুর সঙ্গে পরিচয় হয়। তাদের মাঝে বন্ধুত্ব ও ভালবাসা তৈরি হয়। মিরোভা বাংলাদেশে এসে ইমরান বাবুকে হোটেল বানানো ও জমি কেনার জন্য টাকা দেয়। মিরোভা ইমরান বাবুকে খুব বিশ্বাস করে ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডও দিয়ে দেয়। একদিন রাতে মিরোভাকে বিষ মিশানো চা পান করিয়ে হত্যার চেষ্টা করা হয়। একটা সময় মিরোভা বুঝতে পারে তার চা’তে বিষ মিশিয়ে তাকে মারার চেষ্টা করেছিল ইমরান বাবু। মিরোভা বুঝতে পারে ইমরান বাবু তাকে নয়, তার টাকাকে ভালবাসে। এভাবে নাটকের গল্প এগিয়ে যায়। এখানে মিরোভা চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও ইমরান বাবু চরিত্রে অভিনয় করেছেন এস এন জনি। অন্যদিকে ‘সারপ্রাইজ ডে’ নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এস এন জনি, শিপন মিত্র, শ্যামন্তি শৌমি, সবুজ, আশরাফুল আলম সোহাগ প্রমুখ। ‘সারপ্রাইজ ডে’ নাটকের গল্পে দেখা যায় জয়ী ও রুমেল আদর্শ দম্পতি। জয়ী ভীষণ স্বামীভক্ত। তাদের পাঁচ বছরের সংসার কিন্তু রুমেল জয়ী বাদেও গোপনে অন্য নারীর সঙ্গে সময় কাটায়। কিছুদিন আগে রুমেল ব্যবসায়ের কথা বলে ঢাকার কাছে গাজীপুর আসে রাফা নামের একটি মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্য। রাফা ডিভোর্সি, উশৃঙ্খল। রুমেল চলে যাওয়ার দু’তিন দিন পর জয়ী ও রুমেলের বিবাহবাষির্কী। রুমেলকে চমকে দিতে জয়ী গাজীপুরের উদ্দেশে রওনা হয়। রাস্তার মাঝপথে হঠাৎ দেখা হয়ে যায় দেশের প্রতিভাবান লেখক ও নাট্যকার আকিব হায়দারের সঙ্গে। জয়ী ও আকিব এক সময় একই সঙ্গে পড়তো ও পরস্পরকে ভালবাসতো। আকিবও গাজীপুর রিসোর্টে যাচ্ছে। রিসোর্টে গিয়ে জয়ী ও আকিবের সঙ্গে রাফার দেখা হয়। রাফা জয়ীর কলেজ জীবনের বান্ধবী। একটা সময় দেখা যায় রুমেল সেই একই রিসোর্টে রাফার সঙ্গে সময় কাটাতে এসেছে। এভাবে নাটকের গল্প এগিয়ে যায়। এখানে জয়ী চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আকিব হায়দার চরিত্রে অভিনয় করেছেন এস এন জনি। রুমেল চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র, রাফার চরিত্রে অভিনয় করেছেন শ্যামন্তি সৌমি। নাটক দুটি সম্পর্কে মম ও জনি বলেন- একেবারে ভিন্ন ধাঁচের গল্পে কাজ করলাম। নাটক দুটি গতানুগতিক ধারার বাইরে। দর্শকরা দেখে খুব উপভোগ করবেন। বিশেষ করে পরিচালক সাইফ ভাইয়ের ইউনিট ছিল অসাধারণ। সবাই ছিল খুব বেশি কো-অপারেটিভ।
×