ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে ॥ পীযূষ

প্রকাশিত: ০৬:২৪, ৪ নভেম্বর ২০১৮

সাম্প্রদায়িক শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে ॥ পীযূষ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দোপাধ্যায়। এই অশুভ শক্তি যেন কোন ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এই লক্ষ্যে আজ রবিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘সম্প্রীতি সমাবেশ’। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পীযূষ বন্দোপাধ্যায় তুলে ধরেন তার সংগঠন প্রতিষ্ঠা এবং সমাবেশের উদ্দেশ্য। তিনি বলেন, আমরা বাঙালীর অসাম্প্রদায়িক আদর্শ নিয়ে সবার কাছে যেতে চাই। তরুণদের মধ্যে এ সংগঠন সাড়া জাগাতে পেরেছে উল্লেখ করে তিনি জানান, আমরা প্রবাসী বাঙালীদের কাছ থেকেও যথেষ্ট সাড়া পাচ্ছি। সাংবাদিকদের উদ্দেশে বিশিষ্ট এই নাট্য ব্যক্তিত্ব বলেন, ২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতার কথা আমরা ভুলিনি। ২০১৩-১৪ সালের স্মৃতিও সুখকর নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সে অপশক্তি যেন নতুন করে কোন ধরনের অঘটন ঘটাতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। ধর্ম-বর্ণের পরিচয়ে কেউ যেন নিগ্রহের শিকার না হয় সে বিষয়ে তীক্ষè দৃষ্টি রাখতে হবে। বক্তব্যে তিনি সকল ধর্মের মানুষের সহাবস্থান কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক রাশেদ রউফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের সম্পাদক গৌরাঙ্গ দে, সংস্কৃতি সংগঠক অনুপ সাহা, আবৃত্তিশিল্পী মুহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রমুখ।
×