ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জেলহত্যার পেছনের মুখোশধারীদের খুঁজে বের করার দাবি

প্রকাশিত: ০৬:২৩, ৪ নভেম্বর ২০১৮

জেলহত্যার পেছনের মুখোশধারীদের খুঁজে বের করার দাবি

স্টাফ রিপোর্টার ॥ পঁচাত্তরের ৩ নবেম্বরের জেলহত্যার অন্তরালে থাকা মুখোশধারীদের খুঁজে বের করে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্র্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে মেজর জেনারেল (অব) শাফায়াতুল ইসলাম। একইসঙ্গে জাতীয় চার নেতা হত্যাকা-ের যে আসামিদের বিচার হয়নি তাদের অতিদ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করারও দাবি জানান তিনি। অপরদিকে আগামী সংসদ নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিল শেষে পৃথক বক্তব্যে সংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন। শনিবার ৩ নবেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে কারা অধিদফতর কর্তৃক মিলাদ ও দোয়া মাহফিলের অয়োজন করা হয়। এ সময় কারাভ্যন্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে মেজর জেনারেল (অব) সৈয়দ শাফায়েতুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি আশা করব ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা, এরপর জাতীয় চার নেতা হত্যাকা-ের যে আসামিদের বিচার হয়নি তাদের অতিদ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হোক। তাছাড়া এই হত্যাকা-ের অন্তরালে যারা রয়েছেন, তাদের মুখোশগুলো আমরা দেখতে চাই। তারা কারা ছিল যারা দেশের সঙ্গে বেইমানি করেছে। তাদেরও বিচার কার্যকর করা হোক। এ সময় তার স্ত্রী ও দুই সন্তান উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে বিরোধী দলের লোকজন নানা সন্ত্রাসী কর্মকা- ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখা যায় এ বছরও এমন আশঙ্কা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মূলত আমাদের যে নির্বাচন কমিশন আছে তাদের দায়িত্ব নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা করা। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের দিক দিয়ে অনেক সক্ষমতা অর্জন করেছে। কাজেই কেউ যদি কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবেলা করবে। এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতি শ্রদ্ধা জানান নিহতের স্বজনরাও। এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ম আখতারুজ্জামান, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাসুদ রেজওয়ান, কারা-মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, জাতীয় চার নেতার স্বজন ও উত্তরসূরি, অতিরিক্ত কারা-মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসানসহ সরকারী কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। তারা কারাগারের অভ্যন্তরে বঙ্গবন্ধু ও চার নেতার স্মৃতি সংরক্ষিত জাদুঘর ঘুরে দেখেন। এরপর শহীদ এম. মনসুর আলী স্মৃতি জাদুঘরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
×