ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডায়ানা কেক

প্রকাশিত: ০৫:৪৩, ৪ নভেম্বর ২০১৮

ডায়ানা কেক

ব্রিটেনের প্রখ্যাত কেক প্রস্তুতকারক লঁরা ম্যাশন। এর আগে অনেক বিখ্যাত লোকদের আকৃতির কেক বানিয়ে আলোচনায় আসেন। এবার বার্মিংহ্যামের ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে শুরু হওয়া জাতীয় কেক প্রদর্শনীতে প্রিন্সেস ডায়ানার আকৃতির কেক বানিয়ে সবার নজর কেড়েছেন তিনি। ডায়ানার সঙ্গে তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারিও রয়েছেন। অবশ্য এই কেক প্রদর্শনী আজ শেষ হওয়ার কথা। খবরে বলা হয়েছে, ডায়ানার পাশাপাশি তার ছোট ছেলে প্রিন্স হ্যারি ও তার নতুন বউয়ের একটি যুগল কেকও তৈরি করেন লঁরা ম্যাশন। এছাড়া রানী এলিজাবেথের গোলাপি পোশাক পরা একটি কেকও প্রদর্শিত হয়। তবে সবার দৃষ্টি ছিল ডায়ানার আকৃতির কেকটির দিকে। প্রদর্শনী কক্ষে প্রবেশ করেই সবাই ডায়ানার ওই কেকটির দিকে ছুটে যায়। অনেকে এটির সামনে দাঁড়িয়ে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে পোস্ট করে। কেকটি তৈরিতে লঁরা ম্যাশনের সময় লেগেছে পাক্কা আড়াই শ’ ঘণ্টা। এসব কেক তৈরিতে ব্যবহার করা হয়েছে ডিম, আটা, দুধসহ অন্যান্য সামগ্রী। হ্যারি-মেগানের কেক তৈরিতে তিন শ’ ডিম ও ৫০ কেজি বিভিন্ন ফ্লেভার মিশ্রিত চিনি ব্যবহার করা হয়েছে। এক হাজার লোক কেকটি খেতে পারবে। - টেলিগ্রাফ ও মিরর অনলাইন অবলম্বনে।
×