ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের শুরুর দাপট শেষে ম্লান

প্রকাশিত: ০৫:৪১, ৪ নভেম্বর ২০১৮

বাংলাদেশের শুরুর দাপট শেষে ম্লান

মিথুন আশরাফ ॥ শুরুতে ও মাঝপথে কি দাপট দেখাল বাংলাদেশ। শেষে গিয়ে তা ম্লান হয়ে গেল। জিম্বাবুইয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শুরুতে বল হাতে উজ্জ্বলতা ছড়ান বাংলাদেশ বোলাররা। মাঝপথেও তা অব্যাহত থাকে। কিন্তু শেষে গিয়ে শন উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে তা ম্লান হয়ে যায়। ম্যাচের প্রথমদিনটিতে উইলিয়ামসের ৮৮ রানে ৫ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৩৬ রান করে জিম্বাবুইয়ে। দিনটি সমানে সমানই থাকে। তবে যে শুরুটা বাংলাদেশ বোলাররা করেছিলেন তা শেষে ধরে রাখতে পারেননি। টস জিতে আগে ব্যাট করে জিম্বাবুইয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টের শুরুতে দলের ৩৫ রানেই ব্রায়ান চারিকে (১৩) সাজঘরে পাঠান তাইজুল ইসলাম। বোল্ড করে দেন। এরপর একটু এগিয়ে যেতেই দলের ৪৭ রানের সময় ব্রেন্ডন টেইলরকেও (৬) স্পিন জাদুর ফাঁদে ফেলে একই পথের পথিক বানান তাইজুল। কি অসাধারণ শুরু। মাঝপথেও সেই ঝলক থাকে। দলের ৮৫ রানে হ্যামিল্টন মাসাকাদজাকে (৫২) ফেরান পেসার আবু জায়েদ রাহি। দলের ১২৯ রানের সময় সিকান্দার রাজাকে (১৯) আউট করে দেন নাজমুল ইসলাম অপু। প্রথমবার টেস্ট দলে সুযোগ পেয়ে জাতীয় দলের হয়ে সাদা পোশাকে প্রথমবার খেলতে নেমেই উইকেট পান। বাংলাদেশের নিয়ন্ত্রণেই থাকে ম্যাচ। মনে করা হয়েছিল জিম্বাবুইয়ের ইনিংস মুখ থুবড়ে পড়বে। কিন্তু এরপরই দৃশ্যপট পাল্টে যায়। দৃশ্যপট পাল্টে দেন উইলিয়ামস। পিটার মুরকে নিয়ে এগিয়ে যেতে থাকেন। দেখতে দেখতে দুইজন মিলে দলকে ২০০ রানেও নিয়ে যান। আর এক রান যোগ হতেই বিপদ হয়ে ওঠা উইলিয়ামসকে ফেরান মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ততক্ষণে ১৭৩ বলে ৯ চারে ৮৮ রান করে ফেলেন উইলিয়ামস। সবই ঠিক ছিল। কিন্তু পঞ্চম উইকেটেই আসলে জিম্বাবুইয়ের নিজেদের শক্তি বাড়িয়ে নেয়। বাংলাদেশের সামনে বলতে গেলে চ্যালেঞ্জও ছুড়ে দেয়। পঞ্চম উইকেটে উইলিয়ামস ও মুর মিলে ৭২ রানের বড় জুটিই গড়ে ফেলেন। চার উইকেট দ্রুতই পড়ে যাওয়ার পর জিম্বাবুইয়ের আরও কয়েকটি উইকেট প্রথমদিনেই ফেলে দেয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা হতে দেননি উইলিয়ামস ও মুর। দুইজন মিলে দিনটিতে বাংলাদেশের দাপট ঘুরিয়ে দেন। জিম্বাবুইয়ে এখন সুবিধাজনক স্থানেই আছে বলা চলে। আজ ম্যাচের দ্বিতীয়দিন। মুর ৩৭ ও রাগিস চাকাভা ২০ রানে ব্যাট করছেন। দুইজন আজ ব্যাট হাতে নামবেন। হাতে আছে ৫ উইকেটও। এ পাঁচ উইকেটে যদি প্রথম সেশন অতিক্রম করে স্কোরবোর্ডে আরও ১৫০-২০০ রান জমা করে ফেলে তাহলে বাংলাদেশের সামনে বিপদ আসতে পারে। তখন স্কোরবোর্ডে রান যে ৪০০ রানের কাছাকাছি হয়ে যাবে। আজ যেমন প্রথম সেশনেই বোলারদের যা করার করতে হবে। এরপর বাংলাদেশ ব্যাটসম্যানদের হাতেই ম্যাচের ভাগ্য থাকবে। জিম্বাবুইয়ে যদি আজ মোটাতাজা রান স্কোরবোর্ডে যোগ করে ফেলে, এরপর বাংলাদেশের প্রথম ইনিংসেও জিম্বাবুইয়ে বোলাররা হানা দেয়; তাহলে বাংলাদেশের ঘাড়ে বিপদ দেখা যাবে। বাংলাদেশ টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনিই উইলিয়ামসনকে ফিরিয়েছেন। না হলে রানের গতি আরও বেড়েই থাকত। মাহমুদুল্লাহ শুক্রবার বলেছিলেন, সেশন বাই সেশন জিততে চান। প্রথম দুটি সেশন জিতেছিলেনও। জিম্বাবুইয়ের ৪ উইকেট তুলে নেয়াও গিয়েছিল। প্রথম দুই সেশনে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রানের বেশি করতেও পারেনি জিম্বাবুইয়ে। কিন্তু তৃতীয় সেশনে এসেই সব গোলমাল যেন বেধে গেল। শুরুর দাপট শেষে ম্লান হয়ে গেল।
×