ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ০৫:৪০, ৪ নভেম্বর ২০১৮

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানকে হারিয়ে সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনুর্ধ-১৫ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । খবর বাসসর। এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি দলের খোলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে এই জয়ের জন্য অভিনন্দন জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন ভবিষ্যতেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে। নেপালের আনফা কমপ্লেক্সে শনিবার নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর টাইব্রেকারে ৩-২ গোলের জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানকে হারিয়ে সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ অনুর্ধ-১৫ ফুটবল দল আজ নেপালের কাঠমান্ডুতে অল নেপাল ফুটবল এ্যাসোসিয়েশন কমপ্লেক্সে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় পেনাল্টি শূট-আউটে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয়। শনিবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় অনুর্ধ-১৫ ফুটবল দলের সকল খেলোয়াড় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘গোটা জাতি এ চ্যাম্পিয়নশিপে আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও ক্রীড়া নৈপুণ্য দেখে গর্বিত।’ শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ফুটবল দলের বিজয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
×