ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পিরামিডের নিচে সুড়ঙ্গ

প্রকাশিত: ০৫:২৬, ৪ নভেম্বর ২০১৮

পিরামিডের নিচে সুড়ঙ্গ

মেক্সিকোর ‘পিরামিড অব দ্য মুন’। তার নিচেই পাওয়া গেছে সুড়ঙ্গের। আনুমানিক ৪০০ খ্রিস্ট পূর্বাব্দে তৈরি হয়েছিল ওই পিরামিড। ২৬ ফুট গভীরে অবস্থিত ওই সুড়ঙ্গটির ব্যাস ৪৯ ফুট। সুড়ঙ্গ ও সুড়ঙ্গের ভেতরে অবস্থিত ঘরটির সঙ্গে যুক্ত ছিল প্রাচীন আমলের ‘আন্ডারওয়ার্ল্ড’-এর। মানুষ মারা গেলে তার শরীর থেকে বেরিয়ে ওই শরীরের আকার নিয়েই প্রবেশ করত এক অন্য দুনিয়ায়। একেই বলা হয় ‘আন্ডারওয়ার্ল্ড’ -ইবেলা এক কেজি ওজনের পান্না জাম্বিয়ার কাগেম খনি থেকে ৫৬৬৬ ক্যারেটের একটি পান্না পাওয়া গেছে। ওজন এক কিলোগ্রাম এক শ’ ৩১ গ্রাম বা ৩৯.৯ আউন্স। দাম ধরা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার। পান্নার নাম ইনকালামু। স্থানীয় বেম্বা ভাষায় অর্থ হলো সিংহ। ছোট ছোট টুকরো করে বিশাল পান্নাটিকে নবেম্বরে নিলামে তোলা হবে। হিরার চেয়েও মূল্যবান পান্না। জাম্বিয়া, কলম্বিয়া ও ব্রাজিলে মূলত এটি পাওয়া যায়। এর আগে ২০১০ সালে ৬,২২৫ ক্যারেটের একটি পান্না পাওয়া যায় -সাইন্স এ্যালার্ট
×