ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৫:২৬, ৪ নভেম্বর ২০১৮

অ ন ্য র ক ম

হারিয়ে যাচ্ছে দ্বীপ জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের কাছে সারুফুতসু গ্রামের উপকূলবর্তী ইসানবিহানাকিতাকোজিমা দ্বীপ এখন সমুদ্র থেকে মাত্র পাঁচ শ’ মিটার ওপরে রয়েছে। দ্বীপটি যেকোন মুহূর্তে হারিয়ে যেতে পারে এই আশঙ্কায় সরকার সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে। ২০১৪ সাল থেকে জাপান সরকার আঞ্চলিক জলসীমা নির্ধারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাপান কোস্ট গার্ডের মতে, দ্বীপটি ১৯৮৭ সাল পর্যন্ত টিকে ছিল। এরপর থেকে সমুদ্রে হারিয়ে যেতে থাকে। রেকর্ড অনুযায়ী, এটি এক দশমিক চার মিটার করে সমুদ্রে ডুবে যাচ্ছে। দ্বীপটি পুরোপুরি সমুদ্রে ডুবে গেলে জাপানের আঞ্চলিক জলসীমা সঙ্কুচিত হবে। -মিরর
×