ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় এবারই সুযোগ, বলছেন শচীন

প্রকাশিত: ০৬:২৪, ৩ নভেম্বর ২০১৮

 অস্ট্রেলিয়ায় এবারই সুযোগ, বলছেন শচীন

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত ঘরের মাটিতে বাঘ বাইরে বিড়াল, দুর্দান্ত কিছু সফরে এমন অপবাদ প্রায় ঘুচিয়ে এনেছে বিরাট কোহলির দল। উপমহাদেশে তো বটেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার মাঠেও মনে রাখার মতো পারফর্মেন্স মোড়লদের। সম্প্রতি ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ হারলেও সার্বিক নৈপুণ্য অতীতের চেয়ে ভাল। আসন্ন অস্ট্রেলিয়া সফরে তাই ভাল সুযোগ দেখছেন শচীন টেন্ডুলকর। সেটি একদিনে যেমন কোহলিদের দাপুটে পারফর্মেন্স, তেমনি প্রতিপক্ষ অসিদের বাজে সময়ের জন্য। অস্ট্রেলিয়ায় অতীত ব্যর্থতা ঘোচানোর ভাল সুযোগ বলে মনে করছেন কিংবদন্তি এই ব্যাটসম্যান। এ জন্য উত্তরসূরিদের ধরাবাহিকতা ধরে রেখে ভয়ডরহীন ক্রিকেট খেলে যাওয়ার পরামর্শ দিয়েছেন শচীন। তার বিশ্বাস সুযোগটা ঠিকই কাজে লাগাবে কোহলি এ্যান্ড কোং। স্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে শচীন বলেন, ‘আমরা এখন দারুণ একটি সুযোগের সামনে দাঁড়িয়ে আছি। আপনি যদি অতীতের যে কোন অস্ট্রেলিয়া দলের সঙ্গে বর্তমান দলটির তুলনা করেন তাহলে দেখবেন স্পষ্টতভাবে ভারতই এগিয়ে। খুব সম্ভবত এটাই আমাদের সেখানে গিয়ে সিরিজ জিতে আসার সেরা সুযোগ। আমি বলতে চাচ্ছি অস্ট্রেলিয়া ক্রিকেট এখন তাদের সর্বোচ্চ পর্যায়ে নেই।’ তিনি আরও যোগ করেন, ‘অতীতে তাদের খুবই শক্তিশালী দল ছিল। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সবসময়ই ভয়ঙ্কর দল ছিল তারা। সে তুলনায় বর্তমান দলটা একদমই অনভিজ্ঞ। তারা মূলত এখনও একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে একটি দল হিসেবে গড়ে উঠছে মাত্র। অবশ্য এটাও সত্যি যে অস্ট্রেলিয়ানরা কখনই ছেড়ে দেয়ার পাত্র নয়। তাই আমি মোটেও অবাক হব না যদি তারা কোহলির দলকে কঠিন চ্যালেঞ্জ জানিয়ে দেয়।’ চলতি মাসের শেষদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারতীয় ক্রিকেট দল। সফরে তিন ওয়ানডে, তিন টি২০ ও চারটি টেস্ট খেলবে কোহলি-বাহিনী। এ সফরে ভারতীয় দলের বিশেষ লক্ষ্য থাকবে টেস্ট সিরিজে ভাল করা। কেননা নিজেদের ইতিহাসে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। ১৯৪৭-৪৮ মৌসুম থেকে শুরু করে ২০১৪-১৫ পর্যন্ত ১১ বার অস্ট্রেলিয়া গিয়েও একটি সিরিজ জিততে পারেনি এশিয়ার বর্তমান পরাশক্তিরা। সর্বোচ্চ সাফল্য তিনটি সিরিজে ড্র করা। তবে আসন্ন সফরটা বেশ ভিন্ন। কেননা বর্তমান অধিনায়ক কোহলির অধীনে রীতিমতো উড়ছে ভারতীয় ক্রিকেট দল।
×