ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুয়ারেজের বিকল্প খুঁজছে বার্সা

প্রকাশিত: ০৬:২৪, ৩ নভেম্বর ২০১৮

 সুয়ারেজের বিকল্প খুঁজছে বার্সা

স্পোর্টস রিপোর্টার ॥ লিভারপুল ছেড়ে বার্সিলোনায় আসার পর পায়ের জাদু আরও ধারালো হয়েছে লুইস সুয়ারেজের। উরুগুইয়ান সুপারস্টার লিওনেল মেসি, ফিলিপ কুটিনহোদের সঙ্গে তাক লাগানো পারফর্মেন্স প্রদর্শন করে চলেছেন। তবে বয়সও ভারি হচ্ছে। আগামী জানুয়ারিতে বয়স হবে ৩২ বছর। কতদিন খেলা চালিয়ে যাবেন, সেই হিসাব-নিকাশ নিজেই শুরু করেছেন। এ কারণে বসে নেই বার্সাও। জানা গেছে, সুয়ারেজ না থাকলে তার বিকল্পও ঠিক করতে উঠেপড়ে লেগেছে স্প্যানিশ জায়ান্টরা। এল ক্লাসিকো জেতার পর সুয়ারেজ বলেন, বার্সা আরেকজন স্ট্রাইকার খুঁজলে তিনি অবাক হবেন না। বয়সের কথা চিন্তা করে দলের প্রতি তার আহ্বান, ৯ নম্বর খোঁজার এখনই সময়। সুয়ারেজ বার্সায় আসেন ২০১৪ সালে। ২১২টি ম্যাচ খেলে ১৫৮টি গোল করেছেন। সর্বশেষ এল ক্লাসিকোতে করেছেন হ্যাটট্রিক। শোনা যাচ্ছে, জেনোয়ায় খেলা স্ট্রাইকার ক্রিজিসটফ পিয়াটেককে বার্সা পরীক্ষা করতে পারে। ইতালিয়ান লীগে চলতি মৌসুমে ১১ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি।
×