ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিমোন বিলেসের ইতিহাস

প্রকাশিত: ০৬:২৩, ৩ নভেম্বর ২০১৮

 সিমোন বিলেসের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বচ্যাম্পিয়নশিপ শুরুর ঠিক আগে হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হন সিমোন বিলেস। কিডনিতে পাথর ধরা পড়ার কারণেই হাসপাতালে ভর্তি হতে হয় আমেরিকার এই তরুণ প্রতিভাবান এ্যাথলেটকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে দলগত ইভেন্টে স্বর্ণ পদক উপহার দেন সিমোন বিলেস। তার একদিন পর বৃহস্পতিবার নতুন এক ইতিহাস গড়েন ২১ বছরের এই তরুণী। ইতিহাসের প্রথম প্রমীলা এ্যাথলেট হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপে চারবার অল এ্যারাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। তিনবার স্বর্ণ পদক জিতে এর আগে রাশিয়ার সভেতলনা খোর্কিনার সঙ্গে এই রেকর্ড ভাগাভাগি করে নিয়েছিলেন সিমোন বিলেস। এবার তা এককভাবেই নিজের করে নিলেন তিনি। এই রেকর্ড গড়ে দারুণ উচ্ছ্বসিত আমেরিকান তারকা। জানালেন, এই অনুভূতি আগের সবকিছুর চেয়ে একটু আলাদা। ২০১৩ সাল থেকে সবক’টি বিশ্ব মিটে অংশগ্রহণ করেছেন সিমোন বিলেস। এরপর বাজিমাত করেছেন ২০১৬ সালের রিও অলিম্পিকেও। সেই অলিম্পিকের পর দীর্ঘ এক বছর বিশ্রামে ছিলেন তিনি। তবে ২১ বছর বয়সেই ক্যারিয়ারের ১২তম স্বর্ণ পদক জেতা বিলেস যে আরও বহুদূর যাবেন তা হলফ করেই বলা যায়।
×