ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক শ’ থেকে তিন জয় দূরে ফেদেরার

প্রকাশিত: ০৬:২৩, ৩ নভেম্বর ২০১৮

 এক শ’ থেকে তিন জয় দূরে ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ প্যারিস মাস্টার্সে জয়ের দেখা পেয়েছেন রজার ফেদেরার। তৃতীয় রাউন্ডের ম্যাচে সুইস কিংবদন্তি বৃহস্পতিবার ৬-৪ এবং ৬-৩ গেমে ইতালির ফ্যাবিও ফোগনিনিকে পরাজিত করে টুর্নামেন্টের শেষ চারের টিকেট নিশ্চিত করেন। প্রতিপক্ষকে হারাতে ফেড এক্সপ্রেসের এদিন সময় লাগে মাত্র এক ঘণ্টা ১৩ মিনিট। গত সপ্তাহেই বাসেলে সুইস ইনডোরস ওপেনের শিরোপা জিতেছেন ফেদেরার। যা তার ক্যারিয়ারের ৯৯তম ট্রফি। সুইজারল্যান্ডের জীবন্ত এই কিংবদন্তির সামনে এখন শততম শিরোপা জয়ের হাতছানি। সেই পথে দারুণভাবেই এগোচ্ছেন ৩৭ বছরের এই টেনিস তারকা। প্যারিস মাস্টার্সে আর মাত্র তিন ম্যাচ জিততে পারলেই ক্যারিয়ারের শততম শিরোপা জয়ের মাইলফলক স্পর্শ করবেন রজার ফেদেরার। তবে ফেদেরারের উদ্দেশ্য প্যারিস মাস্টার্সের শিরোপা নয়, বরং লন্ডনে মৌসুমের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসে খেলার আগে নিজেকে প্রস্তুত করার জন্যই প্যারিসে খেলতে নামেন তিনি। এ প্রসঙ্গে ম্যাচের শেষে ২০টি গ্র্যান্ডস্লামের মালিক বলেন, ‘সত্যি কথা বলতে, প্যারিসে আমি জয়ের জন্য আসিনি। বরং আমার মূল লক্ষ্য লন্ডনে খেলা।’
×