ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী ইমরানকে আহ্বান ফারুক ইঞ্জিনিয়ারের

প্রকাশিত: ০৬:২২, ৩ নভেম্বর ২০১৮

 প্রধানমন্ত্রী ইমরানকে আহ্বান ফারুক ইঞ্জিনিয়ারের

স্পোর্টস রিপোর্টার ॥ রাজনৈতিকভাবে বিবদমান দুটি দেশ ভারত-পাকিস্তান। আর সেই রাজনৈতিক কারণেই বর্তমানে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক বিচ্ছিন্ন। ২০০৭ সালের পর আর কখনই টেস্ট ম্যাচ খেলতে নামা হয়নি দু’দলের। এই ১১ বছরে অনেক চেষ্টাই হয়েছে সমস্যার সমাধান করে দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপনের। কিন্তু সবই বিফলে গেছে। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। সে কারণেই ভারতের সাবেক উইকেটরক্ষক ফারুক ইঞ্জিনিয়ার আশা করছেন ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট ক্রিকেট অচিরেই দেখা যাবে। সে জন্য পদক্ষেপ নিতে ইমরানকে আহ্বান জানিয়েছেন তিনি। অনেকদিন ধরেই পাক-ভারত দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্কে কঠিন বরফ জমে আছে। সেই বরফ ভেঙ্গে নতুন করে ক্রিকেটীয় সম্পর্ক স্থাপনের অনেক চেষ্টাই হয়েছে। কিন্তু সবকিছুই ব্যর্থ হয়েছে দু’দেশের সরকারের অনীহার কারণে। তবে এখন পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতাধরের আসনে বসেছেন ১৯৯২ সালে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইমরান। সাবেক ক্রিকেটার হিসেবে দেশের ক্রিকেটকে বাড়তি গুরুত্বই দেবেন তিনি এটা স্বাভাবিক ব্যাপার। পাশাপাশি কূটনৈতিক প্রক্রিয়ার সার্বিক ক্ষমতাও তার হাতে থাকায় এখন ভারতের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা খুবই সহজ তারজন্য। এমনটাই মনে করছেন ফারুক ইঞ্জিনিয়ার, ‘ইমরান খান এখন প্রধানমন্ত্রী। আশা করছি ভারত-পাকিস্তান আলোচনা শুরু হবে। উভয় দেশের টেস্ট ক্রিকেট খেলা উচিত, কারণ এটা বিশ্বের জন্য খুবই ভাল হবে। পাকিস্তান ক্রিকেটের জন্য এবং তাদের অর্থনীতির জন্যও ক্রিকেটীয় সম্পর্ক বড় অবদান রাখবে। কিন্তু সীমান্তের অনেক অযাচিত গোলযোগের কথা এটা-সেটা শোনা যায়। সেসব পরিহার করে আলোচনা করা যেতে পারে। দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেশের সরকার নিয়ন্ত্রণ করে এবং সে জন্যই সীমান্তের বিষয়গুলো সামনে এনে ক্রিকেটীয় সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আপত্তি তোলে। কিন্তু একজন ক্রিকেটার হিসেবে আমার অনেক বড় ভালবাসা ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট। কিন্তু এটা এখন রাজনৈতিক নেতৃবৃন্দকে বোঝানোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।’ বর্তমানে দুই দেশ আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলো ছাড়া (বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ) পরস্পরের বিপক্ষে কোন ফরমেটেই মুখোমুখি হয় না। ফারুকের আশা অচিরেই ইমরান পদক্ষেপ নিয়ে কোন সমাধানে আসতে পারবেন।
×