ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জয়সা নিষিদ্ধ

প্রকাশিত: ০৬:১৯, ৩ নভেম্বর ২০১৮

 জয়সা নিষিদ্ধ

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে একসময় নিয়মিত খেলেছেন দীর্ঘদেহী পেসার নুয়ান জয়সা। ৩০ টেস্ট ও ৯৫ ওয়ানডে খেলেছেন। বর্তমানে তিনি শ্রীলঙ্কা ‘এ’ দলের বোলিং কোচ হিসেবে কাজ করছেন। এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ক্রিকেট থেকে। অভিযোগ খেলোয়াড়ী জীবনে ফিক্সিংয়ে যুক্ত ছিলেন তিনি। আইসিসি থেকে ১৪ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে তাকে কারণ দর্শানোর। কিছুদিন আগেই দুর্নীতির অভিযোগ ওঠে শ্রীলঙ্কান সাবেক ব্যাটসম্যান ও দেশটির বর্তমান প্রধান নির্বাচক সনৎ জয়সুরিয়ার বিরুদ্ধে। অভিযোগ উঠার পরই নড়েচড়ে বসে আইসিসি। লঙ্কান ক্রিকেটে দুর্নীতির মূল কতটা গভীরে তা উন্মোচন করতে চলছে তদন্ত। সেই তদন্তে কপাল পুড়ল শ্রীলঙ্কার বোলিং কোচ জয়সার। ফিক্সিং ও ফিক্সিং সংক্রান্ত দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ইতোমধ্যে জয়সাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। কারণ দর্শানোর জন্য তাকে সময় দেয়া হয়েছে ১৪ দিন যা ১ নবেম্বর থেকেই শুরু হয়েছে। আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, জয়সার বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। সেখানে জানা গেছে, নুয়ান জয়সা সরাসরি যুক্ত থেকেই আন্তর্জাতিক ম্যাচের ফল পরিবর্তনের চেষ্টা করেছেন। দ্বিতীয় অভিযোগে বলা হয়, তিনি ম্যাচের ফল পরিবর্তনের জন্য ক্রিকেটারকে প্রলুব্ধ করেছেন। তৃতীয় অভিযোগটি হচ্ছে ফিক্সিং সংক্রান্ত প্রস্তাব আসার পরও তিনি আইসিসির এন্টি করাপশন ইউনিটকে (এসিইউ) তা অবহিত করেননি। ১৯৯৭ থেকে ২০০৭ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলে অবসর নেন জয়সা। অবসরের পর শুরু করেন কোচিং ক্যারিয়ার। এখন পর্যন্ত অবশ্য লঙ্কানদের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেননি জয়সা। তবে শ্রীলঙ্কার ‘এ’ দলের বোলিং কোচ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।
×