ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধোনি ইস্যুতে মুখ খুললেন কোহলি

প্রকাশিত: ০৬:১৮, ৩ নভেম্বর ২০১৮

 ধোনি ইস্যুতে মুখ খুললেন কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ বোর্ডকর্তারা বলছেন বাদ নয়, মহেন্দ্র সিং ধোনিকে আসলে টি২০তে বিশ্রাম দেয়া হয়েছে। কিন্তু অনেকে সেটা মানতে পারছেন না। কারণ দু’দুটি সিরিজে বাইরে থাকছেন সাবেক অধিনায়ক। বিশ্লেষকদের মতে, ব্যাট হাতে সম্প্রতি সময়টা মোটেই ভাল কাটছে না ধোনির। অথচ বিশ্বকাপের আর সাত মাস মাত্র বাকি। দীনেশ কার্তিক, ঋষভ পন্থদের মতো উইকেট কিপাররা ব্যাট হাতে কতটা প্রয়োজন মেটাতে পারবেন সেটি দেখে নেয়ার জন্য হাতে খুব বেশি সময় নেই। দুটি সিরিজে বাদ পড়ার মধ্য দিয়ে ধোনির টি২০ ক্যারিয়ারই এখন বড় প্রশ্নের মুখে। একাধিক (বিসিসিআই) বোর্ডকর্তাকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অধিনায়ক বিরাট কোহলি এবং ওয়ানডে সহ-অধিনায়ক রোহিত শর্মার পরামর্শেই নাকি ধোনিকে টি২০তে বিশ্রাম দেয়া হয়েছে। বিষয়টি অস্বীকার করছেন ভারতীয় দলে এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। ‘আমি যদি ভুল না হই নির্বাচকরা এই বিষয়ে (ধোনির বাদ পড়া) আগেই তাদের মতো জানিয়েছেন। তারা বলে ফেলার পর আমাকে আবার এই প্রশ্ন করার কোন কারণ খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় নির্বাচকরা সামনে এসে আসল কারণটা পরিষ্কার করেই বলে দিয়েছেন।’ পঞ্চম ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজ ৩-১এ জয়ের দিনে সংবাদ মাধ্যমকে এমনটাই বলেন সুপার কোহলি। কোহলি আরও জানান, টি২০ সিরিজের স্কোয়াড ঘোষণার আলোচনায় তিনি উপস্থিতই ছিলেন না, ‘আমি ওই আলোচনার অংশ ছিলাম না। যেটা নির্বাচকরা ব্যাখ্যা করেছেন সেটাই আসল কারণ। আমার মনে হয় মানুষ একটা বিষয় নিয়ে নানারকম কথা বলছে। এটা নিশ্চিত করে বলতে পারি সেগুলো সঠিক নয়। ধোনি এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি নিজেই মনে করেন টি২০ ফরমেটে রিশভ পান্থের আরও সুযোগ পাওয়া উচিত’ বলেন তিনি। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীনই ঘোষণা করা হয়েছে ভারতের পরবর্তী দুই টি২০ সিরিজের স্কোয়াড। যেখানে তারা প্রথমে ঘরের মাঠে লড়বে ক্যারিবীয়দের বিপক্ষে, পরের সিরিজ খেলতে বিরাট কোহলির দল উড়াল দেবে অস্ট্রেলিয়ার পথে। এ দুই টি২০ সিরিজের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনিকে। দলে নিয়মিত হওয়ার পর থেকে এবারই প্রথম বাদ পড়েছেন ৩৭ বছর বয়সী এ তারকা ক্রিকেটার। স্কোয়াড ঘোষণার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানিয়েছিলেন অধিনায়ক কোহলি ও ওয়ানডেতে তার ডেপুটি রোহিতের পরামর্শেই ধোনিকে বাদ দেয়া হয়েছে। ভারতকে দু’দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক টি২০ থেকে বাদ পড়লেন, টেস্ট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। এখন কেবল ওয়ানডে ফরমেটেই খেলছেন। বর্তমান অধিনায়ক অবশ্য মনে করেন, ধোনি এখনও জুনিয়র খেলোয়াড়দের অনেক কিছু দিতে পারবেন এবং দেবেন। বর্তমান অধিনায়ক বলেন, ‘যাই হোক ধোনি এখনও দেশের হয়ে নিয়মিত ওয়ানডে খেলছেন। সেদিক থেকে দেখতে গেলে সে একই সঙ্গে জুনিয়রদেরও সাহায্য করছে। বাকিরা যা ভাবছে?ন এমনটা মোটেও নয়। দলের ক্যাপ্টেন হয়ে এটা আমি নিশ্চিত করে আপনাদের বলতে পারি।’
×