ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চবি ক্যাম্পাসে ছাত্রলীগ নামধারী দু’গ্রুপের সংঘর্ষে জখম ৫

প্রকাশিত: ০৬:০৮, ৩ নভেম্বর ২০১৮

 চবি ক্যাম্পাসে ছাত্রলীগ নামধারী দু’গ্রুপের  সংঘর্ষে জখম ৫

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার গভীর রাতে চবি ক্যাম্পাসে ছাত্রলীগ নামধারী দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন গুরুতর জখম হয়েছে। ঘটনার বিস্তৃতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাতে উভয় পক্ষের নেতাদের নিয়ে বৈঠক করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে পুনরায় এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হলে কঠোর এ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার গভীর রাতে গুরুতর জখম রাজনীতি বিজ্ঞান বিভাগের আল আমিন, সংস্কৃতি বিভাগের তুষার রায়, ফয়সাল আলম, ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ শুভ এবং ইংরেজী বিভাগের মোঃ আরিফ। এদের জন্য চবি কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করেছে। চবিতে এবার কোন চক্র ভর্তি বাণিজ্য চালাতে পারেনি। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে নিয়োগ বাণিজ্যও ঘটছে না। এসব নিয়ে অতীতের সুবিধাবাদীরা ক্ষুব্ধ। যে কারণে তারা অনাহূত যে কোন পরিস্থিতি নিয়ে অঘটন ঘটাতে তৎপর রয়েছে। চবি প্রশাসন এবার ৪৮ ঘণ্টার ধর্মঘটের মাঝেও ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা দূর-দূরান্ত থেকে যে যেভাবে পারে আগেভাগে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিয়েছে। এসব ঘটনা নিয়ে ভিসি ইফতেখার উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জনকণ্ঠকে জানান, ছাত্রলীগের নামে যে গ্রুপিং ও কোন্দল চলছে এবং যারা গত বৃহস্পতিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে তারা স্বাভাবিক অবস্থানে না এলে আগামী ৪ নবেম্বরের পর কঠোর এ্যাকশনে যাবে। এদিকে ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ছাত্রলীগের যে দু’গ্রুপ অন্তদ্বন্দ্বে রয়েছে এদের ‘হাইব্রিড’ বলা হচ্ছে। মূলত ছাত্রলীগ নামধারী এবং অতীতে শিবিরের সঙ্গে সম্পৃক্ত বহু ছাত্র এখন ছাত্রলীগের ব্যানারে এসে বিভিন্ন অপকর্ম চালানোর চেষ্টায় তৎপর রয়েছে। যা সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করা হচ্ছে। সঙ্গত কারণে, সরকারের সর্বোচ্চ মহল থেকে ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে যে, যারা ক্যাম্পাসে অনাকাক্সিক্ষত যে পরিস্থিতি সৃষ্টি করতে চাইত তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিষয়টি নিয়ে ভিসির বক্তব্য জানতে চাওয়া হলে তিনি স্বীকার করেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা তিনি পেয়েছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
×