ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধলেশ্বরীতে প্রকল্প হচ্ছে

আগামী বছর বর্জ্য থেকে বিদ্যুত উৎপাদন হবে ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৫, ৩ নভেম্বর ২০১৮

আগামী বছর বর্জ্য থেকে  বিদ্যুত উৎপাদন হবে ॥ প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২ নবেম্বর ॥ বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, কেরানীগঞ্জকে পরিষ্কার-পরিচ্ছন্ন একটি জনপদ হিসেবে গড়ে তোলা হবে। বর্তমানে বর্জ্য আবর্জনা সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই সমস্যা থাকবে না। কেরানীগঞ্জের ধলেশ্বরীতে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে আগামী বছর বর্জ্য থেকে বিদ্যুত উৎপাদন কার্যক্রম শুরু হবে। সেখানে প্রচুর বর্জ্য লাগবে। বাসাবাড়ি, কলকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য আবর্জনা ওই প্রকল্পে চলে যাবে। এতে অটোমেটিক কেরানীগঞ্জ পরিচ্ছন্ন হবে। শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নে সরকারীভাবে নির্মিত অধ্যাপক হামিদুর রহমান কমিউনিটি সেন্টার ও গোকুলচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এজাজুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সেলিম, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী জজ মিয়া, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা মোস্তাক হোসেন, যুবলীগ নেতা শিপু আহমেদ ও গোকুলচর সঃ প্রাঃ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আঃ বাতেন।
×