ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ জিম্বাবুইয়ে প্রথম টেস্ট শুরু আজ

প্রকাশিত: ০৫:৩৭, ৩ নভেম্বর ২০১৮

  বাংলাদেশ জিম্বাবুইয়ে প্রথম টেস্ট শুরু আজ

মিথুন আশরাফ ॥ সবুজ পাহাড়টিলা আর নয়নাভিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এ স্টেডিয়ামের টেস্ট অভিষেক হচ্ছে আজ। বাংলাদেশ ও জিম্বাবুইয়ের মধ্যকার প্রথম টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে স্টেডিয়ামের। টেস্টটি সকাল সাড়ে নয়টায় শুরু হবে। ওয়ানডে সিরিজে জিম্বাবুইয়েকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। জিম্বাবুইয়েকে হোয়াইটওয়াশ করেছে। এবার টেস্ট সিরিজেও জিম্বাবুইয়েকে হোয়াইটওয়াশ করার পালা। আজ প্রথম টেস্ট শুরুর পর ১১ নবেম্বর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। এর আগে দুই দলের মধ্যকার দেশের মাটিতে হওয়া সর্বশেষ টেস্ট সিরিজে বাংলাদেশই জিতে। ২০০৫ সালের পর ২০১৪ সালে দেশের মাটিতে হওয়া সিরিজে বাংলাদেশ জিতে। এবার দেশের মাটিতে টানা তৃতীয় টেস্ট সিরিজে জিম্বাবুইয়েকে হারানোর সুযোগ রয়েছে। হারের শুরুটা যদি অভিষেক হওয়া স্টেডিয়াম দিয়ে শুরু হয়, তাহলেতো ভালই হয়। সেই চেষ্টাই করবে বাংলাদেশ দল। এ স্টেডিয়ামের অভিষেকটা স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা করতে যাওয়া ম্যাচটিতে জয় চায় বাংলাদেশ। এ সিরিজের টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, ‘এই ভেন্যু অনেক সুন্দর। আমরা সবাই জয় দিয়ে এই ভেন্যুর টেস্ট অভিষেক উদযাপন করতে চাইব।’ দুই দল এর আগে ১৪ টেস্টে মুখোমুখি হয়েছে। ৬টি টেস্টে জিম্বাবুইয়ে জেতার বিপরীতে ৫টি টেস্টে জিতেছে বাংলাদেশ। তিনটি টেস্ট ড্র হয়েছে। ২০১৪ সালে দুই দলের মধ্যকার সর্বশেষ টেস্ট সিরিজ খেলা হয়েছে। সেই সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুইয়ে। টানা তিন টেস্টেই হেরেছে। প্রায় চার বছর পর আবার দুই দল টেস্টে পরস্পরের বিপক্ষে খেলতে নামবে। এ টেস্টে জেতার ভাবনাই করছে বাংলাদেশ দল। মাহমুদুল্লাহ বলেছেন, ‘জিম্বাবুইয়ে খুবই ভাল দল। আপনি যদি ওয়ানডের তিনটা ম্যাচে ওদের পারফর্মেন্স দেখেন, আমরা অবশ্যই ভাল ক্রিকেট খেলেছি। ওরাও ভাল ক্রিকেট খেলেছে। আমরা ওদের থেকে ভাল খেলে হোম সিরিজটা জিতেছি। তো ওই সুযোগ যদি না দিই তাহলে আমাদের সুযোগ আছে টেস্ট ক্রিকেটে ভাল করার। সেটা আমাদের নিশ্চিত করতে হবে।’ ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাসকে ভালভাবেই কাজে লাগানোর চেষ্টা করবে বাংলাদেশ ক্রিকেটাররা। অধিনায়ক মাহমুদুল্লাহ সেদিকেই মনোযোগী। বলেছেন, ‘ওয়ানডে সিরিজ আমরা জিতেছি আর সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা যাচ্ছি টেস্ট সিরিজে। প্রতিপক্ষকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া উচিত। তারা যথেষ্ট ভাল দল। টেস্ট ক্রিকেট এমন একটা ফরমেট যেখানে প্রতিটি সেশনে চ্যালেঞ্জ আসবে। ওই চ্যালেঞ্জগুলো বোঝা এবং সেই অনুযায়ী খেলাটা গুরুত্বপূর্ণ। ছোট ছোট অনেক কাজ প্রত্যেকদিন আমাদের করতে হবে।’ টেস্ট ক্রিকেটটা আসলেই সেশন বা সেশনের খেলা। এ ফরমেটের খেলায় সেশন বাই সেশন জেতা গেলে ম্যাচও জেতা যায়। বাংলাদেশ দল আজ শুরু হতে যাওয়া প্রথম টেস্টে সেশন বাই সেশন জিতে ম্যাচেও জিততে চায়।
×