ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নিপীড়নে জবাবদিহিতা চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:৩৫, ৩ নভেম্বর ২০১৮

 রোহিঙ্গা নিপীড়নে জবাবদিহিতা  চায় যুক্তরাষ্ট্র

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গাদের ওপর নিপীড়নে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা চেয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসনের আশা করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র রবার্ট পলাডিনহো বলেন, রোহিঙ্গাদের ওপর যারা নিপীড়ন চালিয়েছে, তাদের জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে চাই। এ বিষয়ে আমরা অব্যাহত চেষ্টা করছি। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া স্বেচ্ছায় ও নিরাপদে হবে বলে আশা করেন তিনি। খবর ইয়াহু নিউজের। বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি ইইউর ॥ রোহিঙ্গাসহ অন্যান্যদের ওপর নিপীড়ন চালানো ও তা অব্যাহত রাখার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা বলেছে, মানবাধিকার পরিস্থিতির উন্নতিতে কাক্সিক্ষত পদক্ষেপ নেয়া না হলে ইউরোপের বাজারে বিনা শুল্কে পণ্য রফতানির সুযোগ হারাবে দেশটি। বাণিজ্য নিষেধাজ্ঞার হুঁশিয়ারি এখন দিলেও ইইউ মিয়ানমারের অভিযুক্ত কয়েক সেনা কর্মকর্তার বিরুদ্ধে আগে থেকেই ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। -খবর আলজাজিরার
×