ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্বাচনের সময় বিদ্যুত প্রকল্পের কাজ নির্বিঘ্ন রাখার নির্দেশ

প্রকাশিত: ০৫:৩৪, ৩ নভেম্বর ২০১৮

 নির্বাচনের সময় বিদ্যুত প্রকল্পের কাজ নির্বিঘ্ন রাখার নির্দেশ

রশিদ মামুন ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্মাণাধীন প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুত বিভাগ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বৈঠকে বলা হয়েছে, কোন ধরনের রাজনৈতিক অস্থিরতায় প্রকল্পের কাজ বন্ধ করা যাবে না। যে কোন মূল্যে প্রকল্পের কাজ নির্বাচনের সময় নির্বিঘœ রাখতে হবে। বিদ্যুত বিভাগের এক কর্মকর্তা জানান, দেশে এখন তিনটি বড় বিদ্যুত কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। এসব কেন্দ্র নির্মাণে রাতদিন বিদেশী শ্রমিকরা কাজ করেন। কোন কারণে কাজ বন্ধ থাকলে বিদ্যুত কেন্দ্রগুলোর উৎপাদনে আসার সময় পিছিয়ে যাবে। বিদ্যুত বিভাগ চাইছে নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রগুলোকে উৎপাদনে আনতে। একটি প্রকল্প শেষ হওয়ার সঙ্গে আরও পরিকল্পনা যুক্ত থাকে। ফলে কোন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ না হলে অন্যগুলোও ঝুলে যায়। সাধারণত নির্বাচনের সময় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। এ সময় হরতাল-অবরোধ হলে নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতি একদিন হরতাল-অবরোধের জন্য একদিন করে ছাড় পায়। কোন ক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে প্রকল্প শেষ করতে আরও জটিলতার সৃষ্টি হয়। বিদ্যুত বিভাগ বলছে, এজন্য আগে থেকেই প্রকল্পের কাজ তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এজন্য প্রকল্পের মাল দ্রুত প্রকল্প এলাকায় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনের সময় যেন কোন ধরনের মালের জন্য নির্মাণ কাজ ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য এই নির্দেশনা দেয়া হয়েছে। বিদ্যুত কেন্দ্রগুলো ‘কি পয়েন্ট ইন্সটলেশনভুক্ত (কেপিআই)’। এগুলোর নির্মাণের সময় সেখানে পুলিশ ফাঁড়ি এবং আনসার ক্যাম্প স্থাপন করা হয়। ফলে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা থাকে না। এরপরও কোন কারণে দেশের কোথাও রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে বিদেশীরা কাজ বন্ধ রাখে। তবে কোন কোন দেশের নাগরিক এক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। হরতাল-অবরোধের মধ্যেও তারা কাজ করে। কিন্তু এবার বিদ্যুত বিভাগ চাইছে যেন কোন অবস্থাতেই কোন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত না হয়। বিদ্যুত বিভাগ জানায়, এখন পায়রাতে এক হাজার ৩২০ মেগাওয়াট, রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট, মাতারবাড়িতে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র নির্মণের কাজ চলছে। এর বাইরে দেশে কিছু মাঝারি আকারের বিদ্যুত কেন্দ্র নির্মাণ করছে বিদেশী ঠিকাদারি প্রতিষ্ঠান। এর বাইরেও গ্রিড লাইন এবং বিভিন্ন সাবস্টেশনের নির্মাণ কাজে বিদেশীরা কাজ করছেন।
×