ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৫:২২, ৩ নভেম্বর ২০১৮

 খাগড়াছড়িতে  ইউপিডিএফ কর্মীকে গুলি করে  হত্যা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ জেলার দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নের মনের মানুষ এলাকায় প্রতিপক্ষের গুলিতে সুভেন্টু চাকমা (৩৮) নামে নবগঠিত ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (গণতান্ত্রিক ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মনের মানুষ এলাকার নলিনী কুমার কার্বারিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুভেন্টু চাকমা একই এলাকার শান্তি কুমার চাকমার ছেলে। ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিকের কেন্দ্রীয় অর্থ সম্পাদক তমিজ চাকমা জানান, ভোরে যখন সুভেন্টু চাকমা নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। তখন সন্ত্রাসীরা তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছেন তিনি। প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের কেন্ত্রীয় সংগঠক মাইকেল চাকমা জানান, ওই এলাকার আমাদের কোন সাংগঠনিক কার্যক্রম নেই। এ ঘটনায় আমরা কোনভাবেই জড়িত না। এটি অভ্যন্তরীণ কারণে হতে পারে। এটি সুষ্ঠু তদন্ত করে বের করতে হবে। দীঘিনালা থানার ওসি উত্তম কুমার দেব শুক্রবার বিকেলে জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ায় নিরাপত্তা বাহিনীসহ পুলিশের একটি দল লাশ উদ্ধারে রওনা হয়েছে। তবে যতটুকু শুনেছি নিহত ব্যক্তি ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য।
×