ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দাঁত দিয়ে টেনে তোলা হলো জাহাজ

প্রকাশিত: ০৫:১৪, ৩ নভেম্বর ২০১৮

 দাঁত দিয়ে টেনে তোলা হলো জাহাজ

এবার দাঁত দিয়ে আস্ত একটি কার্গো জাহাজ টেনে তুলে রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন ইউক্রেনের একজন নাগরিক। সম্প্রতি ভিভ নেটিভ ওলেজ নামের এই ব্যক্তি ৬শ’ ৭৭ টন ওজন বিশিষ্ট এই জাহাজটি টেনে তোলেন। ঘটনার পর সবাই ভিভ নেটিভ ওলেজকে দন্তরাজ বলে সম্বোধন করছে। জাহাজটিতে শক্ত দড়ি লাগিয়ে এটি দাঁত দিয়ে কামড়ে ধরে তিনি এটিকে ৫২ ফুট জায়গা পর্যন্ত টেনে নেন। এতদিন অবশ্য এই রেকর্ড ছিল রুশ নাগরিক ওমর হানাপিয়েভের দখলে। ২০০১ সালে ৬শ’ ৩৫ টন ওজনের একটি কার্গো জাহাজকে দাঁত দিয়ে টেনে ৫০ ফিট পর্যন্ত টেনে নেন তিনি। ভিভ নেটিভ ওলেজকে স্বীকৃতি দেয়ার জন্য গিনেজ কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। ইউপিআই অবলম্বনে।
×