ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তারুণ্যের সফলতায় নতুন স্ট্যাটআপ

ট্রাক ভাড়ার এ্যাপ ‘ট্রাক লাগবে’

প্রকাশিত: ০৪:২৯, ৩ নভেম্বর ২০১৮

  ট্রাক ভাড়ার এ্যাপ ‘ট্রাক লাগবে’

আইটি ডটকম ডেস্ক ॥ ট্রাক লাগবে মোবাইল এ্যাপে পণ্য প্রেরক সরাসরি ট্রাক পরিচালনাকারীর কাছ থেকে ট্রাক ভাড়া করে থাকেন। প্রতিদিন সহ¯্রাধিক পণ্য প্রেরক বাংলাদেশের সকল প্রান্ত থেকে ট্রাক ভাড়া করছেন মোবাইল এ্যাপের মাধ্যমে। এ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার উপযোগী ট্রাক লাগবে এ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়। গুগল প্লে স্টোরে ট্রাক লাগবে লিখে সার্চ করলে একটি লাল এবং একটি কালো রঙের এ্যাপ পাওয়া যায়। লাল এ্যাপটি পণ্য প্রেরকের এবং কালো এ্যাপটি ট্রাক মালিক, ড্রাইভার বা ট্রাক পরিচালনাকারীর ব্যবহার উপযোগী। ২০১৭ সালে প্রকাশিত এ্যাপ দুটি এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশিসংখ্যক ব্যবহারকারীর ফোনে ডাউনলোড হয়েছে। ‘একটি ট্রাকও খালি যাবে না’ স্লোগানকে সামনে রেখে ট্রাক লাগবে ওনার এ্যাপের যাত্রা শুরু, যা কিনা ট্রাক মালিক, ড্রাইভার বা ট্রাক পরিচালনাকারীর ব্যবহার উপযোগী। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ হাজারেরও বেশিসংখ্যক ব্যবহারকারী এ্যাপটির মাধ্যমে তার ট্রাকের জন্য ট্রিপ ধরে থাকেন। প্রতিদিন সহস্রা্ধিক ট্রিপের অনুরোধ আসে এ্যাপটিতে। অ্যাপ থেকে ট্রিপ নেয়া যায় বিনামূল্যে। সকল জেলা থেকে প্রতিনিয়ত ট্রিপ রিকোয়েস্ট আসলেও ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, যশোর এবং দিনাজপুর থেকে বেশিসংখ্যক পণ্য প্রেরক ট্রাক ভাড়া করতে চান। কোন মধ্যস্বত্বাভোগী না থাকায় ট্রাক পরিচালনাকারী ট্রিপের সম্পূর্ণ টাকা সরাসরি পণ্য প্রেরকের কাছ থেকে গ্রহণ করে থাকেন। ১ টনের ছোট পিকআপ থেকে শুরু করে বড় ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইম মুভার, ড্রাম ট্রাকসহ সবধরনের ট্রাকের ট্রিপ পাওয়া যায় ট্রাক লাগবে এ্যাপে। ট্রাক পরিচালনাকারী মালিক বা ড্রাইভার এ্যাপ ডাউনলোড করে ‘ট্রাক যোগ করুন’ অপশনে ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর, ট্রাকের নম্বরপ্লেটসহ ছবি এবং প্রয়োজনীয় কাগজের ছবি তুলে আপলোড করে এ্যাপ থেকে ট্রিপ ধরা শুরু করতে পারেন। ‘মুহূর্তেই মিলবে ট্রাক’ স্লোগানকে উপজীব্য করে পণ্য প্রেরকের জন্য প্রকাশ করা হয় ট্রাক লাগবে শিপার এ্যাপ। একটি ট্রাক ভাড়া করার জন্য লোড আনলোডের স্থান, সময়, পণ্যের বিবরণ ও ট্রাকের ধরনের তথ্য দিয়ে ট্রিপ তৈরি করতে হয় পণ্য প্রেরককে। সঙ্গে সঙ্গেই ট্রাক পরিচালনাকারীরা ট্রিপটিতে বিড করতে শুরু করেন। পণ্য প্রেরক সকল আগ্রহী ট্রাক পরিচালনাকারীর সঙ্গে কথা বলার সুযোগ পান। সচরাচর সর্বনিম্ন দরদাতার সঙ্গে পণ্যপ্রেরক সবার আগে কথা বলেন এবং কোন অসুবিধা না থাকলে তার ট্রাকটিই ভাড়া করে থাকেন। যান্ত্রিক দুর্ঘটনার কারণে ট্রাকটি ট্রিপ মিস করলেও পণ্য প্রেরক অপর দরদাতাদের মধ্যে একজনের ট্রাক ভাড়া করতে পারেন। অথবা পুনরায় ট্রিপের তথ্য দিয়ে নতুন ট্রিপ রিকোয়েস্ট করতে পারেন। যার ফলে পণ্য প্রেরক সব সময় এ্যাপের মাধ্যমে মুহূর্তেই ট্রাক ভাড়া করার অভিজ্ঞতা উপভোগ করে থাকেন। ঢাকা শহরে দিনের বেলায় কেবলমাত্র ১ টন এবং ২ টন পণ্য পরিবহনে সক্ষম পিকআপ ও কাভার্ডভ্যান চলার অনুমতি আছে। ব্যবসায়িক প্রয়োজনে বা ব্যক্তিগত ব্যবহারের জন্য ট্রাক লাগবে এ্যাপে ট্রিপ রিকোয়েস্ট করলে ১ মিনিটের মধ্যেই আগ্রহী ট্রাক পরিচালনাকারীদের কাছ থেকে বিড আসা শুরু হয়। সাধারণত ঢাকা শহরের ভেতরে দূরত্বভেদে সাত শ’ থেকে আড়াই হাজার টাকার মধ্যে মিনি ট্রাক ভাড়া হয়ে থাকে। বড় ট্রাকের ক্ষেত্রে দীর্ঘ দূরত্বের ট্রিপের কোন নির্ধারিত ভাড়া না থাকলেও ট্রাক পরিচালনাকারীদের মধ্যে প্রতিযোগিতামূলক বিড প্রদানের ব্যবস্থা থাকায় পণ্য প্রেরক বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দরে ট্রাক ভাড়া করতে পারেন। ট্রাক লাগবে এ্যাপের সকল ব্যবহারকারী ভেরিফাইড। যার ফলে পণ্য প্রেরক এবং ট্রাক পরিচালনাকারী নিরাপদভাবে এ্যাপ ব্যবহার করতে পারেন। গত এক বছরে বিশ হাজারেরও অধিকসংখ্যক পণ্য প্রেরক এ্যাপটিতে ট্রিপ ক্রিয়েট করেছেন। শুরুতে সফলভাবে সম্পন্ন ট্রিপের সংখ্যা কম থাকলেও বর্তমানে প্রতিদিন সহ¯্রাধিক ট্রিপ এ্যাপটির মাধ্যমে স¤পাদিত হচ্ছে। ট্রাক লাগবে এ্যাপটি ২০১৭ সালে নির্মিত এবং প্রকাশিত হয়। ট্রাক লাগবে এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত রশিদ এবং প্রধান পরিচালনা কর্মকর্তা মীর হোসাইন ইকরাম সেবাটির কথা প্রথম চিন্তা করেন। ২০১৭ সালের অন্যতম উদ্ভাবনী আইডিয়া হিসেবে এটি বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রাণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাধ্যমে পুরস্কৃত হয়। সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটি ২০১৮ সালের সর্বোত্তম প্রযুক্তি উদ্ভাবনী শাখায় জয়ী হয়। ট্রাক লাগবে এ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে রয়েছে। সম্পূর্ণ বাংলায় নির্মিত এ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যায়। এ্যাপটির পরবর্তী সংস্করণে বাংলার পাশাপাশি ইংরেজীতেও এ্যাপটি ব্যবহারের সুযোগ রাখা হবে। এছাড়াও এ্যাপটি যাতে আইফোন ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারেন এজন্য এটির আইওএস সংস্করণ নির্মাণের কাজ চলছে। ট্রাক লাগবে এ্যাপটি বাংলাদেশের পরিবহণ জগতে প্রযুক্তির সংযোগ ঘটিয়ে ব্যবহারকারীদের উপকৃত করবে বলে এর নির্মাতারা আশাবাদী।
×