ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বল্প পরিসরে চলছে বিআরটিএর ঢাকার ৩ জোনের কার্যক্রম

প্রকাশিত: ০৪:২১, ৩ নভেম্বর ২০১৮

 স্বল্প পরিসরে চলছে বিআরটিএর  ঢাকার ৩ জোনের কার্যক্রম

স্টাফ রিপোর্টার ॥ প্রয়োজনের তুলনায় কম জায়গা ও অবকাঠামো নিয়ে চলছে বিআরটিএ ঢাকার তিনটি জোনের কার্যক্রম। এর মধ্যে উত্তরা কার্যালয়টি তিন বছর ধরে চলছে ভাড়া করা বাড়ি ও অন্য সংস্থার জমিতে। সেবা প্রার্থীরা বলছেন, ড্রাইভিং লাইসেন্স নেয়া, গাড়ির ফিটনেস পরীক্ষা এবং ব্যাংকে টাকা জমা দেয়াসহ একাধিক কাজ করতে ভোগান্তিতে পড়েন তারা। কর্তৃপক্ষ বলছেন, জায়গা বাড়ানো সম্ভব না হওয়ায় শাখা কার্যালয়ের সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেয়া হয়েছে। ঢাকা মেট্রো এলাকাকে তিনটি জোনে ভাগ করে চলছে বিআরটিএর কার্যক্রম। মিরপুর ও ইকুরিয়ায় সংস্থাটির দুটি কার্যালয়ে চাপ বাড়ায় ২০১৫ সালে উত্তরার দিয়াবাড়িতে চালু হয় তিন নম্বর কার্যালয়টি। সম্প্রতি পরিবহন ব্যবস্থা নিয়ে আন্দোলনের পর ব্যস্ততা বেড়েছে সব জায়গাতেই। সেবা প্রার্থীদের দাবি, জায়গা সঙ্কটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ঢাকা উত্তরের ১১টি থানার গাড়ির মালিক ও চালকরা। রাজউকের ফেলে রাখা মাত্র কয়েক শতক জমিতে প্রতিদিন কয়েকশ’ আবেদনকারীর লিখিত-মৌখিক পরীক্ষা, গাড়ি পরীক্ষা-নিরীক্ষা, পার্কিংসহ সব কাজ করতে হয়। কয়েকফুট জায়গায় নেয়া ড্রাইভিং পরীক্ষার মান নিয়েও সন্দেহ রয়েছে অনেকের। এক চালক বলেন, ‘পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা নাই বলে আমরা রাস্তার পাশে সারি ধরে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি।’ ছোট একটি কক্ষে চলে ব্যাংকিং কার্যক্রম। বাইরের মতো জায়গা সঙ্কট কার্যালয়ের ভেতরেও। একটি কক্ষে কাজ করতে হয় কয়েকটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীকে। বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী শহিদুল আযম বলেন, ‘পরীক্ষা নিতে হলে একটা জায়গা দরকার কিন্তু আমাদের সেই জায়গা অপ্রতুল।’ অনলাইনে আবেদন ও গ্রাহকদের নিজ নিজ এলাকার ব্যাংকের বিভিন্ন ফি জমা দিলে জায়গা ও অবকাঠামো সঙ্কট কাটানো সম্ভব বলে দাবি বিআরটিএর। বিআরটিএ পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই রাব্বানী বলেন, ‘জায়গার সঙ্কট রাতারাতি সমাধান করা যাবে না। আমরা ইচ্ছা করলেই কোন কার্যালয় আমরা বর্ধিত করতে পারব না। উত্তরার অফিস আমাদের ভাড়া করা। আমাদের নতুন জমি কেনা হয়েছে। সেখানে গেলে আমাদের সমস্যার সমাধান হবে।’ কর্তৃপক্ষ আরও জানায়, রাজধানীতে প্রতিদিনই গাড়ির সংখ্যা বাড়ায় খুব শীঘ্রই পূর্বাচলেও আরেকটি কার্যালয় চালু করা হবে।
×