ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিন বিদেশী বন্ধুকে সম্মাননা দিল যশোর উদীচী

প্রকাশিত: ০৪:১৭, ৩ নভেম্বর ২০১৮

 তিন বিদেশী বন্ধুকে  সম্মাননা দিল  যশোর উদীচী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বিশেষ আয়োজন আর আতিথেয়তায় তিন বিদেশী বন্ধুকে সম্মাননা জানিয়েছে উদীচী যশোর। সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে সংগঠন কার্যালয়ে এ বাড়তি আনন্দ আয়োজন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যা রাতে। ‘আঁধারবৃন্তে আগুন জ্বালো, আমরা যুদ্ধ আমরা আলো’ এ মূলমন্ত্রে কয়েকদিন আগে উদীচী অতিক্রম করছে প্রতিষ্ঠার ৫০ বছর। সুর্বণজয়ন্তী উদযাপনের শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে কয়েক বিদেশী অতিথি বাংলাদেশে আসেন। আগত অতিথিদের মধ্যে ফ্রান্সের ওবারভিলিয়ন শহরের সহকারী মেয়র এ্যান্থনি ডগুয়েট, ওবারভিলিয়ন টাউন হলের পরিচালক (আন্তর্জাতিক) কার্লোস সেমেডো ও ইউনেস্কো প্রতিনিধি নৃবিজ্ঞানী জিং ওয়াং বৃহস্পতিবার সন্ধ্যায় উদীচী কেন্দ্রীয় সংসদ যশোর কার্যালয়ে আসেন। আগত এ অতিথিদের সংগঠনের উদ্যোগে বিশেষভাবে বরণ করে নেয়া হয়। দেয়া হয় সম্মাননা। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে সাজানো হয় সমগ্র আয়োজন। উদীচী যশোরের সভাপতি ডি এম শাহিদুজ্জামানের শহিদের সভাপতিত্বে আলোচনা ও সম্মাননা প্রদান করা হয়। এ পর্বে মঞ্চে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল, উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য সুনীল ধর ও তির্যকের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস রতন। শুভঙ্কর গুপ্তের সঞ্চালনায় স্বাগত বক্তৃৃতা করেন উদীচী যশোরের সহ-সভাপতি মাহবুবুর রহমান মজনু। অনুষ্ঠানে বিদেশী অতিথিবৃন্দ বলেন, উদীচী ফ্রান্সের কার্যক্রমের মাধ্যমে তারা বাংলাদেশী সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জেনেছেন। এ সংগঠনটি পুরো পৃথিবীতে বাংলা সংস্কৃতি বিস্তারে বিশেষ ভূমিকা রাখছে।
×