ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে ছুরিকাঘাত

প্রকাশিত: ০৪:১৬, ৩ নভেম্বর ২০১৮

 নেত্রকোনায় বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে ছুরিকাঘাত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২ নবেম্বর ॥ বিয়েতে রাজি না হওয়ায় এক তরুণীকে (২০) ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে এক বখাটে। মুমূর্ষু অবস্থায় ওই তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কলমাকান্দা উপজেলার কেশবপুর গ্রামে ঘটেছে এ ঘটনা। স্থানীয় থানা পুলিশ বখাটে রাজনকে (২৪) গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করেছে। জানা গেছে, কলমাকান্দা উপজেলার সিংপুর গ্রামের হরেন্দ্র চন্দ্র সরকারের ছেলে রাজন চন্দ্র সরকার বেশ কিছুদিন ধরে একই উপজেলার কেশবপুর গ্রামের ওই তরুণীকে উত্ত্যক্ত এবং বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তরুণী এবং তার অভিভাবকরা বিয়েতে রাজি হননি। এরই মধ্যে তরুণীর অভিভাবকরা পার্শ্ববর্তী মধ্যনগর এলাকার এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক করেন। আগামী রবিবার তাদের বিয়ে হবার কথা ছিল। বিয়ের বিষয়টি জানতে পেরে বখাটে রাজন চন্দ্র সরকার বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুই সহযোগীকে নিয়ে ওই তরুণীর বাড়িতে যায়। প্রথমে তারা তরুণীকে অপহরণের চেষ্টা করে। এ সময় ধ্বস্তাধস্তির এক পর্যায়ে রাজন চন্দ্র সরকার ওই তরুণীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।
×