ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় উদীচীর সুবর্ণজয়ন্তী

প্রকাশিত: ০৪:১২, ৩ নভেম্বর ২০১৮

 নেত্রকোনায় উদীচীর সুবর্ণজয়ন্তী

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ নেত্রকোনায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। নেত্রকোনা জেলা সংসদ আয়োজিত কর্মসূচীর উদ্বোধন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি অধ্যাপক যতীন সরকার। এরপর আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক ঘুরে আবারও উদীচী কার্যালয়ে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় জেলা সংসদের সহ-সভাপতি তুষার কান্তি রায়ের সভাপতিত্বে আলোচনা করেন প্রাবন্ধিক যতীন সরকার, গবেষক গোলাম এরশাদুর রহমান, অধ্যাপক বিধান মিত্র, মঞ্জু রানী প্রামাণিক, তাহেজা বেগম, সৈয়দা বিউটি, এটিএম এ রাজ্জাক, সাইফুল্লাহ এমরান ও মাসুদুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর। উদীচী পরিচালিত হায়দার-শেলী সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত গান ও নৃত্য পরিবেশন করে। এরপর দ্বৈত ও একক কণ্ঠে গান পরিবেশন করেন ওস্তাদ নিখিল সরকার, নারায়ণ কর্মকার, অসিত ঘোষ, পলাশ ভদ্র, রতন সরকার, পিয়া বৈশ্য, তন্দ্রা রায়, রাজন ভদ্র, দেবাশীষ, সঞ্জয় সরকার হীরা প্রমুখ। আবৃত্তি করেন পাভেল বিশ্বাস ও নাঈম সুলতানা লিবন। নৃত্য পরিবেশন করেন তমা রায়।
×