ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় বন্ধন আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৪:১১, ৩ নভেম্বর ২০১৮

 শিল্পকলায় বন্ধন আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে লিভিং আর্ট আয়োজিত ৫ম বন্ধন আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী গতকাল শেষ হয়েছে। গত ২৭ অক্টোবর বিকাল ৪টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী জামাল উদ্দিন আহমেদ, রণজিৎ দাস, কাজী ইয়ামিনুর রশিদ তুর্য (ইডি ম্যাক্স গ্রুপ), স্থপতি মোস্তাফা খালিদ পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পাপলু। উপস্থিত ছিলেন লিভিং আর্টের পরিচালক বিশিষ্ট চিত্রশিল্পী বিপ্লব গোস্বামী। প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের মোট ৭১জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। প্রতিদিন ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলে। প্রদর্শনীতে কৃতি চিত্রশিল্পীদের সম্মাননা দেয়া হয়।
×